ওয়েব ডেস্ক : শুক্রবার বিহারের সংশোধিত নিবিড় ভোটার তালিকার খসড়া প্রকাশ করেছে নির্বাচন কমিশন (Election Commission)। কিন্তু এই তালিকায় নেই তাঁর নাম, বিস্ফোরক দাবি বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবের (Tejashwi Yadav)। তিনি ইতিমধ্যে প্রশ্ন তুলে বলেছেন, তালিকায় নাম না থাকলে কী করে নির্বাচনে লড়বেন তিনি?
তেজস্বী আরও বলেছেন, কমিশনের নির্দেশ মতো বিএলওর কাছে যথাযথ নথি দিয়ে ফর্ম ভরেছিলেন তিনি। তবে নির্বাচন কমিশনের (Election Commission) ওয়েবসাইটে এপিক নম্বরে তার নাম দেখা যাচ্ছে না বলে অভিযোগ করেছেন লালুপুত্র। তিনি আরও অভিযোগ করেছেন, বিহারে স্পেশ্যাল ইনটেনসিভ রিভিশন (SIR) বা এসআইআর তথা ভোটার তালিকায় নিবিড় সংশোধনের কারণে ৬৫ লক্ষ মানুষের নাম বাদ পড়েছে। যা বিহারের মোট ভোটারের ৮.৫ শতাংশ।
আরও খবর : কমল সোনার দাম! কত হল দেখে নিন
তিনি আরও বলেছেন, কমিশনের তরফে যে তালিকা প্রকাশ করা হয়েছে তাতে বিহারের ভোটারের ঠিকানা বুথ নম্বর ও এপিক নম্বর কিছু নেই। যার ফলে এই তালিকা থেকে কাদের নাম বাদ গিয়েছে তা জানার উপায় নেই। অন্যদিকে তেজস্বী যাদবের (Tejashwi Yadav) নাম বাদ যাওয়ায় বিজেপিকে (BJP) আক্রমণ করেছেন তৃণমূলের মুখপাত্র অরুপ চক্রবর্তীও। বিরোধীরা যাতে ভোটে না লড়তে পারে তার জন্য ছক কষেছে বিজেপি। তালিকাতে তেজস্বীর নাম না থাকলে তিনি ভোট দিতে পারবে না বলে জানিয়েছেন তিনি।
অবশ্য সংশোধিত নিবিড় ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া লালুপুত্রের দাবি নস্য়াৎ করেছে নির্বাচন কমিশন (Election commission)। কমিশনের তরফে জানানো হয়েছে, পুরনো এপিক নম্বর দিয়ে সার্চ করেছেন লালুপুত্র, সেই কারণেই নাম খুঁজে পাননি তিনি। কমিশনের তরফে দাবি করা হয়েছে, খসড়াতেই রয়েছে তেজস্বীর নাম।
দেখুন অন্য খবর :