কলকাতা: দক্ষিণ–পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে জুলাই মাস জুড়ে ধারাবাহিক বৃষ্টি হয়েছিল দক্ষিণবঙ্গে (Rain Forecast)। কিন্তু অগস্টের শুরু থেকেই বৃষ্টি কিছুটা থেমেছে। বেড়েছে রোদ ও গরমের দাপট। সোমবার দুপুরে কলকাতায় তাপমাত্রা ছিল ৩১ ডিগ্রি সেলসিয়াস, তবে আর্দ্রতার কারণে অনুভূত তাপমাত্রা ছুঁয়েছে ৪০ ডিগ্রি (Weather Update)।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ১৩ অগস্ট বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপ তৈরি হতে পারে। যার প্রভাবে বৃহস্পতিবার ও শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টির মধ্যেও বিরতিতে রোদও দেখা যেতে পারে।
আরও পড়ুন: নির্বাচন কমিশন ইস্যুতে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন রাজ্যের
উত্তরবঙ্গে প্রবল বৃষ্টি চলছে। আলিপুরদুয়ারে জারি হয়েছে লাল সতর্কতা (২০ সেমি-র বেশি বৃষ্টির পূর্বাভাস)। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও কোচবিহারে রয়েছে কমলা সতর্কতা (৭-২০ সেমি বৃষ্টি)।
হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গের উপর থাকা নিম্নচাপ রেখা বর্তমানে উত্তরবঙ্গে অবস্থান করছে, ফলে দক্ষিণে বৃষ্টি কিছুটা কমেছে। তবে নতুন নিম্নচাপ সৃষ্টি হলে দক্ষিণবঙ্গেও ফের বৃষ্টি নামবে।
দেখুন আরও খবর: