কলকাতা: আরজি কর কাণ্ডের এক বছর পার। শনিবার ‘নবান্ন অভিযান’ ঘিরে কড়া প্রস্তুতি নিয়েছে কলকাতা ও হাওড়া পুলিশ। একাধিক রাস্তায় যানচলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে। হাওড়ামুখী সাধারণ মানুষকে ভোগান্তি পোহাতে হতে পারে। এ দিন বিকেলেই আবার রয়েছে ‘কালীঘাট চলো’ কর্মসূচিও। শর্তসাপেক্ষে ‘নবান্ন অভিযান’ কর্মসূচির অনুমতি দিয়েছে কলকাতা হাই কোর্ট। যাতে পুলিশ বিকল্প জায়গা বেছে দেয়, সেই নির্দেশও দিয়েছিল আদালত। জমায়েতের জন্য বিকল্প জায়গারও বন্দোবস্ত করেছে পুলিশ। সাঁতরাগাছি বাস স্ট্যান্ড এবং কলকাতা রানি রাসমণি অ্যাভিনিউয়ে জমায়েত করতে পারবেন বিক্ষোভকারীরা, জানিয়েছে পুলিশ। যদিও অভিযানে অংশ নেওয়া নাগরিকরা কোন দিকে যাবেন বা কোথায় জমায়েত করবেন, তা এখনও স্পষ্ট নয়।
আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ খুনের একবছর পার। শুক্রবার রাত থেকেই ফের উত্তাল রাজপথ। কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা হাওড়া শহরকে। ইতিমধ্যেই ব্যারিকেড ভেঙে নবান্নে ঢোকার চেষ্টা করছেন তাঁরা। রীতিমত ব্যরিকেডের উপরে উঠে বিক্ষোভ। যে ছবি উঠে আসছে এপাড়ে আন্দোলনকারীরা ওপাড়ে পুলিশ। মাঝে ব্যারিকেড। হাওড়া ময়দানের জিটি রোডের উপর ১০ ফুট উঁচু লোহার ব্যারিকেড বসানোর কাজ চলছে। এ ছাড়াও বড় বড় কন্টেনার আনা হয়েছে আন্দোলনকারীদের ঠেকাতে। রাখা হয়েছে জলকামানেরও। সিসিটিভি-র মাধ্যমে চলছে নজরদারি। একই পরিস্থিতি হাওড়ার ফোরশোর রোড, আন্দুল রোড এবং সাঁতরাগাছিতে। সেখানে রাস্তার উপরে ব্যারিকেড তৈরির কাজ চলছে। রাস্তায় রয়েছে পুলিশ, র্যাফ, কমব্যাট ফোর্স। এ ছাড়াও নবান্নের আশেপাশের এলাকা যেমন শিবপুর, ব্যাতাইতলা, মন্দিরতলা, কাজিপাড়া এলাকায় লোহার ব্যারিকেড তৈরি করা হয়েছে। কিছু জায়গায় রয়েছে বাঁশ ও টিনের ব্যারিকেডও। শহরের বেশ কয়েকটি মূল রাস্তায় যানচলাচল বন্ধ থাকার কারণে ভোগান্তিতে পড়তে হয়েছে সাধারণ মানুষকে।
আরও পড়ুন: আদালতের থাপ্পড় খেলে কাজ করবে সিবিআই! রাত দখলে বিস্ফোরক নির্যাতিতার
শনিবার অভয়ার মা বাবা অরাজনৈতিক মিছিলের জাক দিয়েছেন। নবান্নের সামনে এই মুহুর্তে উত্তাল পরিস্থিতি। রাজপথে নেমেছে আন্দোলনকারীরা। নবান্নের সামনে কড়া পুলিশি নিরাপত্তা। ব্যারিকেডের উপরে উঠে কার্যত বিক্ষোভ দেখাচ্ছেন আন্দোলনকারীরা। ধীরে জনসমাগম বাড়ছে।
দেখুন খবর: