ওয়েব ডেস্ক : ফের ভয়ঙ্কর বিমান দুর্ঘটনা (Plane Crash)। এবার ঘটনাস্থল ইটালির (Italy) ব্রেসিয়া। সূত্রের খবর, ঘটনায় দু’জনের মৃত্যু হয়েছে। জখম আরও দুই। ইতিমধ্যে এই দুর্ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে (Social Media)। এই হাড়হিম করা ভিডিও দেখে অনেকে আঁতকে উঠেছেন। একের পর এক বিমান দুর্ঘটনার খবর যে ভাবে সামনে আসছে। তাতে আতঙ্ক বেড়েছে যাত্রীদের মধ্যে।
জানা গিয়েছে, একটি ছোট এয়ারক্র্যাফট ভেঙে পড়ে। বিমানটি ইটালির (Italy) গ্র্যাগনানো থেকে ট্রেবিয়েন্স যাচ্ছিল। মঙ্গলবার বেলা ১২টা নাগাদ সেটি ব্রেসিয়ার কোরডামোলি-ওসপিটেল হাইওয়ের মাঝখানে ভেঙে পড়ে। ব্যস্ত রাস্তার উপর এমন ভাবে বিমান ভেঙে পড়ার ঘটনায় আতঙ্ক সৃষ্টি হয় সাধারণ মানুষের মধ্যে। ঘটনায় মৃত্যু হয় দু’জনের।
আরও খবর : বাড়িতেই হেনস্থার শিকার হচ্ছি’, কান্নায় ভেঙে পড়লেন অভিনেত্রী তনুশ্রী
এই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় (Social Media)। সেখানে দেখা গিয়েছে, ওপর থেকে সোজাসুজি ভাবে হাইওয়ের উপর এসে আছড়ে পড়ে বিমানটি। তার পর সেটিতে আগুন ধরে যায়। সেই সময় বেশ কয়েকটি গাড়িকে আগুনের গোলার ভিতর ঢুকে পড়তে দেখা যায়। এই ঘটনার পরেই সেখানে আসে পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। তার পরে উদ্ধার কার্য শুরু হয়। এমন দুর্ঘটনা দেখে হতভম্ব হয়ে পড়ছিলেন রাস্তা দিয়ে যাওয়া সাধারণ মানুষ। ঘটনার পর আতঙ্ক ছড়ায় এলাকাতেও।
সূত্রের খবর, দুর্ঘটনায় যে দু জন প্রাণ হারিয়েছেন তারা হলেন সেরজিও রাভাগিলা (৭৫) এবং অ্যানা মারিয়া ডে স্তেফানোর (৬০)। জানা গিয়েছে, সেরজিও ছিলেন একজন আইনজীবী। ঘটনায় হাইওয়েতে থাকা দুই ব্যক্তি আহত হন বলে খবর। এর পরেই দু জনকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে কী কারণে এমন দুর্ঘটনা ঘটল তা জানা যায়নি। এ নিয়ে শুরু হয়েছে তদন্ত।
দেখুন অন্য খবর :