ওয়েব ডেস্ক : বিশ্বে ফের ছড়িয়েছে অশান্তি। এবার সংঘর্ষে জড়াল থাইল্যান্ড ও কম্বোডিয়া (Thailand and Cambodia conflict)। দুই দেশের যুদ্ধে গোলাগুলি থেকে শুরু করে চলছে মিসাইল হামলা। বাদ যাচ্ছে না কিছুই। যুদ্ধের এই আবহে ভারতীয়দের জন্য অ্যাডভাইজারি জারি করল থাইল্যান্ডের ভারতীয় দূতাবাস (Indian Embassy in Thailand)। জারি করা সেই নির্দেশিকায় থাইল্যান্ডের ৭টি প্রদেশে ভারতীয়দের যেতে নিষেধ করা হয়েছে। থাইল্যান্ডে ঘুরতে যাওয়া পর্যটকদেরকেও সেখানকার সরকারের নির্দেশিকা মেনে চলার কথা বলা হয়েছে।
ইতিমধ্যে পর্যটকদের জন্য় পরামর্শ দেওয়া হয়েছে থাইল্যান্ড ট্যুরিজম অথরিটির (Thailand Tourism Authority) পক্ষ থেকে। সেই নির্দাশিকা অনুযায়ী পর্যটকদের উবন রাতচাথানি, সুরিন, সিসাকেত, বুড়িরাম, সা কেয়ো, চানথাবুরি এবং ত্রাত প্রদেশের বেশ কিছু পর্যটন কেন্দ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বেশ কিছু পার্কে যাওয়ার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
আরও খবর : ডিভোর্সের দুঃখে দেদার মদ্যপান, ১ মাসেই মর্মান্তিক পরিণতি যুবকের
উল্লেখ্য, দাংরেক পর্বতের উপরে অবস্থিত প্রিয়া বিহার শিবমন্দির। সেই মন্দির ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমাও পেয়েছে। সেই শিব মন্দির কার? তা নিয়েই দুই দেশের মধ্যে শুরু হয়েছে যুদ্ধ। এই বিষয় নিয়ে দুই দেশের মধ্যে আগে একাধিক বার আলোচনা হয়েছিল। কিন্তু তা সত্বেও সেই সমস্যা মেটেনি। এর পর গত ফেব্রুয়ারিতে কম্বোডিয়ার (Cambodia) সেনা থাইল্যান্ডের (Thailand) সেনাকে চ্যালেঞ্জ করে বসে। তবে এপ্রিলেই দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি স্বাক্ষরিত হয়েছিল। কিন্তু ফের শুরু হয়েছে সংঘর্ষ।
এই সংঘর্ষের জেরে ১৪ জন নাগরিক নিহত হয়েছেন বলে সূত্রের খবর। তবে কত জন নিহত হয়েছেন এই যুদ্ধের কারণে, তা এখনও জানা যায়নি। লক্ষ লক্ষ মানুষ এলাকা ছেড়ে পালিয়েছেন বলে জানা গিয়েছে। ইতিমধ্যে আমেরিকা, ফ্রান্স, ইউরোপীয় ইউনিয়ন ও চিন এই যুদ্ধ বন্ধ করার জন্য আহ্বান জানিয়েছে। জরুরি ভিত্তিতে রাষ্ট্রপুঞ্জে এ নিয়ে বৈঠকও ডাকা হতে পারে বলে সূত্রের খবর।
দেখুন আরও খবর :