কলকাতা: ১৯৪৬ সালের ডাইরেক্ট অ্যাকশন ডে এবং ‘গ্রেট ক্যালকাটা কিলিংস’-এর প্রেক্ষাপটে পরিচালক বিবেক রঞ্জন অগ্নিহোত্রী (Vivek Agnihotri) নির্মাণ করেছেন চলচ্চিত্র ‘দ্য বেঙ্গল ফাইলস’ (The Bengal Files)। শনিবার কলকাতার এক পাঁচতারা হোটেলে ছবিটির ট্রেলার উদ্বোধনী অনুষ্ঠান চলাকালীন হঠাৎই পুলিশ সেটি থামিয়ে দেয়। ঘটনাটি ঘিরে সরব হন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ও বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)।
তিনি সাংবাদিকদের বলেন, “একজন পরিচালককে এভাবে বাধা দেওয়া হল, ট্রেলার প্রদর্শন করতে দেওয়া হল না। অথচ এটি তো ঐতিহাসিক সত্য ঘটনাকে কেন্দ্র করে নির্মিত সিনেমা।” উল্লেখযোগ্যভাবে, শুক্রবারই ছিল ১৬ আগস্ট—যেদিন ১৯৪৬ সালে ডাইরেক্ট অ্যাকশন ডে সংঘটিত হয়েছিল।
আরও পড়ুন: বাতিল বেশ কয়েকটি ট্রেন, কারণ জানাল রেল
রবিবার সকালে দিল্লি থেকে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছে ফের সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। সুকান্ত প্রশ্ন তোলেন, “কিসের ভয়ে ট্রেলার লঞ্চ আটকে দেওয়া হল? রাজ্য সরকার চাইছে না যাতে সত্যিটা মানুষের সামনে আসে।”
তিনি অভিযোগ করেন, শুধু তৃণমূল নয়, অতীতে বামপন্থীরাও ইতিহাস চাপা দেওয়ার চেষ্টা করেছে। তাঁর দাবি, “বাম থেকে তৃণমূল—উভয়ই এই ঘটনাকে আড়াল করে সম্প্রীতির ছবি আঁকতে চেয়েছে। কিন্তু এভাবে সম্প্রীতি গড়ে ওঠে না। সত্য প্রকাশ্যে আনতেই হবে।” পাশাপাশি তিনি দাবি করেন, সেই সময় মহিলাদের উপর ভয়াবহ অত্যাচারও চালানো হয়েছিল।
শনিবার সামাজিক মাধ্যমে এক পোস্টে সুকান্ত মজুমদার এই ঘটনাকে “নিন্দনীয়” বলে আখ্যা দেন। তাঁর কথায়, “এই ঘটনা প্রমাণ করছে পশ্চিমবঙ্গে এখন জঙ্গলরাজ চলছে। নৈরাজ্য, স্বৈরাচার আর তুষ্টিকরণের রাজনীতি রাজ্যে দাপিয়ে বেড়াচ্ছে।” এমনকি তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকেও সোরাবর্দীর আমলের সঙ্গে তুলনা করেন।
এছাড়াও মেদিনীপুরে আদিবাসী রেফারির উপর হামলার ঘটনাকেও কড়া ভাষায় আক্রমণ করেন তিনি। অভিযোগ করেন, “এই সরকার আদিবাসী-বিরোধী। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নিয়েও অপমানজনক মন্তব্য করা হয়েছে। দলিত, আদিবাসী, সাধারণ মানুষ—কেউই এই সরকারকে ক্ষমা করবে না। সরকারের সময় ফুরিয়ে এসেছে।”
দেখুন আরও খবর: