ওয়েবডেস্ক- এয়ার ইন্ডিয়ার (Air India) ভয়াবহ বিমান দুর্ঘটনার (Air India Crash) পর মৃতদেহ ফেরত পেয়ে চরম দুঃখ ও ক্ষোভে ভেঙে পড়েছেন ব্রিটেনের (Britain) দুই পরিবার। তাঁদের অভিযোগ, যেসব দেহ তাঁদের হাতে তুলে দেওয়া হয়েছে, সেগুলো তাঁদের প্রিয়জনের নয়।
ডিএনএ (DNA) পরীক্ষায় স্পষ্টভাবে দেখা গেছে, ওই দেহগুলোর সঙ্গে তাঁদের আত্মীয়দের জেনেটিক কোনও মিল নেই। সম্ভবত ব্রিটেনে পাঠানোর সময় মৃতদেহ অদল বদল হয়ে গিয়েছে তবে পুরো ব্যাপারটাই তদন্ত সাপেক্ষ।
১২ জুন (12 June) আহমেদাবাদ (Ahmedabad) থেকে লন্ডনের উদ্দেশ্যে রওনা হওয়া এয়ার ইন্ডিয়া ফ্লাইট AI171, বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিমানটি, উড়ানের কিছুক্ষণের মধ্যেই মেগনিনগরের BJ মেডিকেল কলেজের আবাসিক ভবনে ভেঙে পড়ে। দুর্ঘটনায় আগুন লেগে যায় এবং বিমানে থাকা ২৪২ জন যাত্রী ও ক্রুর মধ্যে মাত্র একজন প্রাণে বেঁচে যান। দুর্ঘটনার পর ১৩টি মৃতদেহ চিহ্নিত করে ব্রিটেনে পাঠানো হয়। তবে দুই পরিবারের আইনজীবী জেমস হিলির মাধ্যমে জানা গিয়েছে, অন্তত দুটি কফিনের মধ্যে থাকা দেহের ডিএনএ ভিন্ন যা প্রমাণ করে যে দেহগুলো ভুলভাবে শনাক্ত করা হয়েছে বলে অভিযোগ করছেন মৃতদের পরিবার।
আরও পড়ুন- ‘ যা ভাগ’ ‘লাথি’, ‘ঘুষি’! অস্ট্রেলিয়ায় বর্ণবিদ্বেষের শিকার ভারতীয় যুবক
বিমানের মালিক টাটা গোষ্ঠীর অধীনে থাকা এয়ার ইন্ডিয়া জানিয়েছে, বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে। তবে এখনও পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিক কোনও বিবৃতি প্রকাশ করা হয়নি।
এই ঘটনার পর মৃতদের পরিবারগুলোর মধ্যে নতুন করে দুঃখ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। প্রশ্ন উঠছে, এত বড় দুর্ঘটনার পরও কীভাবে এমন গুরুতর গাফিলতি হতে পারে মৃতদেহ শনাক্তকরণে।
দেখুন আরও খবর-