উত্তর ২৪ পরগনা: ৩০ শয্যা থেকে ৬০ শয্যায় রূপান্তরিত হল সন্দেশখালি ব্লক হাসপাতাল। সন্দেশখালি খুলনা ব্লক হাসপাতালে ভিত্তি স্থাপন হল আধুনিক চিকিৎসা পরিষেবা পাবে প্রান্তিক মানুষেরা। মুখ্যমন্ত্রীর কথা মত শুক্রবার থেকে শুরু হল ৮ কোটি টাকার বরাদ্দের এই কাজ। ২০২৬-এর ফেব্রুয়ারি মধ্যে হাসপাতালে সব রকম পরিষেবা পাবে সুন্দরবনের প্রান্তিক মানুষেরা।
উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার সন্দেশখালির দু’নম্বর ব্লকের মিশন মাঠে ২০২৪ সালের ৩০ ডিসেম্বর এসে রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন। সন্দেশখালীর রুরাল হাসপাতাল আধুনিক হাসপাতালে রূপান্তরিত হবে। সেই কথামত শুক্রবার সন্দেশখালি খুলনা ব্লক হাসপাতালে ৮ কোটি টাকা বরাদ্দের তার প্রথম ভিত্তি স্থাপন হল। জানাগিয়েছে, এই হাসপাতালে ৩০টি শয্যা ছিল, কোনও অপারেশন থিয়েটার ছিল না। যার কারণে প্রসব যন্ত্রণা থেকে শুরু করে সমস্ত অপারেশন থেকে বঞ্চিত হত রোগীরা । এমনকী, দূরে অন্য হাসপাতালে আসার আগেই মৃত্যুর মুখে পড়তে হত অনেককে।
আরও পড়ুন: জলপাইগুড়িতে জাপানি এনকেফেলাইটিস রুখতে জরুরি সচেতনতা শিবির
সন্দেশখালি দুস্থ রোগীদের কথা মাথায় রেখে এবার ৬০ শয্যায় রূপান্তরিত করা হল হাসপাতাল। এরপর থেকে বিভিন্ন অপারেশন ছাড়াও রোগ নির্ণয় করার আধুনিক ক্লিনিকের ব্যবস্থা করা হয়েছে এখানে। যেই পরিষেবা থেকে এতদিন বঞ্চিত হত সুন্দরবনের মানুষ। ২০২৬-র ফেব্রুয়ারি মাসের মধ্যে এই হাসপাতাল নবরূপে পাবেন প্রান্তিক মানুষেরা। বৃহস্পতিবার ভিত্তি স্থাপন করলেন সন্দেশখালির বিধায়ক সুকুমার মাহাতো, হিঙ্গলগঞ্জের বিধায়ক দেবেশ মন্ডল, সন্দেশখালি দু’নম্বর পঞ্চায়েত সমিতির কৃষি কর্মদক্ষ দিলীপ মল্লিক, বিএমওএইচ কৌশিক মন্ডল, সন্দেশখালি ২-র বিডিও অনুপম সামন্ত সহ প্রশাসনিক কর্তারা।
দেখুন অন্য খবর