ওয়েব ডেস্ক: রাজ্যে পিছিয়ে গেল খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ। ৯ ডিসেম্বরের জায়গায় তালিকা বের হবে ১৬ ডিসেম্বর। ৭ দিন পিছিয়ে গেল চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ। ৭ ফেব্রুয়ারির বদলে ১৪ ফেব্রুয়ারি প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা। ১১ ডিসেম্বর পর্যন্ত এনুমারেশন ফর্ম জমা। বিজ্ঞপ্তি প্রকাশ করল নির্বাচন কমিশন।
রাজ্যজুড়ে চলছে এসআইআর বিতর্ক। অবশেষে চাপের মুখে নতিস্বীকার নির্বাচন কমিশনের। বাংলা-সহ ১২টি রাজ্যে ভোটার তালিকা প্রকাশের সময়সীমা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন কমিশন। কমিশনের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে জনান হল, সময়সীমা বাড়ছে এসআইআর-র। জানান হয়েছে, আগে যে নির্ঘণ্ট প্রকাশ করা হয়েছে, সেই তুলনায় সাত দিন পিছিয়ে গেল খসড়া ভোটার তালিকা প্রকাশের দিন। ৯ ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে বলে জানানো হয়েছিল আগে। তা পিছিয়ে এবার ১৬ ডিসেম্বর করা হল। ফলত চূড়ান্ত ভোটার তালিকাও দেরিতে বেরোবে, ১৪ ফেব্রুয়ারি। তবে শুধুমাত্র বাংলাতেই নয়, পশ্চিমবঙ্গ-সহ দেশের ১২ রাজ্যেই পিছিয়ে গেল তালিকা প্রকাশের দিন। (SIR in Bengal)
আরও পড়ুন: ফর্মে আমাকে ‘বাবা’ সাজিয়েছে ওই ৪৭ বছরের যুবক, চাঞ্চল্য মুশির্দাবাদে
কমিশন জানিয়েছে, এনুমারেশন পিরিয়ড শেষ হবে ১১.১২.২৫-এ। রিঅ্যারেঞ্জমেন্ট অফ পোলিং স্টেশন্সের কাজ সম্পন্ন হবে ১১.১২.২৫-এ। আপডেশন অফ কন্ট্রোল টেবল এবং খসড়া ভোটার তালিকা তৈরির কাজ শেষ করতে হবে যথআক্রমে ১২ ও ১৫ ডিসেম্বরের মধ্যে। খসড়া তালিকা প্রকাশিত হবে ১৬ ডিসেম্বর। দাবিদাওয়া ও অভিযোগ জানানো যাবে ১৬ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ১৫ জানুয়ারি পর্যন্ত। সেই মতো শুনানি ও সিদ্ধান্তগ্রহণের কাজ শেষ করতে হবে ১৬ ডিসেম্বর থেকে ৭ ফেব্রুয়ারির মধ্যে। আগামী বছর ১০ ফেব্রুয়ারির মধ্যে ভোটার তালিকার স্বাস্থ্যপরীক্ষা এবং কমিশনের অনুমতি গ্রহণ করতে হবে । শেষে, ১৪ ফেব্রুয়ারি প্রকাশিত হবে বাংলার চূড়ান্ত ভোটার তালিকা।
দেখুন খবর:







