ওয়েব ডেস্ক : গ্রিন লাইন (Green Line) ও পার্পল লাইনে (Purple Line) বাড়তে চলেছে মেট্রোর সংখ্যা। রবিবার এমনটাই জানানো হল কলকাতা মেট্রোর (Kolkata Metro) তরফে। এ নিয়ে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে মেট্রো কর্তৃপক্ষের তরফে। বলা হয়েছে, গ্রিন লাইন-১, গ্রিন লাইন-২ ও পার্পল লাইনে মেট্রোর সংখ্যা বাড়ানো হবে। যাত্রী চাহিদা অনুযায়ী এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর।
বিবৃতিতে বলা হয়েছে, গ্রিন লাইন-১ (Green line 1) এ (শিয়ালদহ-সল্টলেক সেক্টর ফাইভ) প্রতিদিন ১০৮টি ট্রেন চলবে। এর মধ্যে ৫৪টি আপ ও ৫৪টি ডাউন মেট্রো চালানো হবে। বর্তমানে এই লাইনে ১০৬টি ট্রেন (৫৩ আপ ও ৫৩ ডাউন) চলছে। মেট্রো চলাচলের সময় আগে ছিল সকাল ৬টা ৫৫ মিনিট থেকে রাত ১০ পর্যন্ত। তবে এই সময় পরিবর্তন করা হয়েছে। এখন সকাল ৬টা ৩৫ থেকে ১০টা পর্যন্ত এই মেট্রো পরিষেবা চলবে। তবে এই রুটে রবিবার পরিষেবা বন্ধ থাকবে।
আরও খবর : অভয়া মঞ্চের ২ জন কনভেনরকে সমন পুলিশের, কারণ কী?
গ্রিন লাইন-২ (Green Line 2)তে মোট চলবে ১৩৪টি মেট্রো। এর মধ্যে থাকবে ৬৭টি আপ ও ৬৭টি ডাউন মেট্রো। বর্তমানে ৬৫ আপ ও ৬৫ ডাউন মিলিয়ে ১৩০টি মেট্রো চলছে। আগে সকাল ৭টা থেকে রাত ৯টা ৩৫ মিনিট পর্যন্ত এই লাইনে চলতো মেট্রো। তবে সেই সময়সীমা বাড়ানো হয়েছে। এখন থেকে এই লাইনে সকাল ৬টা ৩০ মিনিট থেকে রাত ৯টা ৫৩ মিনিট পর্যন্ত মোট্রো চলবে। এই রুটে রবিবারও চলবে স্বাভাবিক পরিষেবা।
পার্পল লাইন (Purple Line) (জোকা-মাজেরহাট) সোমবার থেকে আপ ও ডাউন লাইনে প্রতিদিন চলবে ৮০টি মেট্রো। এর আগে এই লাইনে চলতো ৭২টি ট্রেন। এই লাইনে সকাল ৬টা ৫০ থেকে রাত ৯টা ১৪ মিনিট পর্যন্ত চলবে মেট্রো পরিষেবা। এই সময় আগে ছিল সকাল ৭টা ৫৭ মিনিট থেকে রাত ৮টা ৩২ মিনিট পর্যন্ত।
দেখুন অন্য খবর :