ওয়েব ডেস্ক : সুপ্রিম কোর্টের নির্দেশে কেটেছে ওবিসি (OBC) সংরক্ষণ সংক্রান্ত জটিলতা। এর পরেই এবার প্রকাশিত হতে চলেছে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল (WBJEE Result 2025)। আগামী ৭ আগস্ট প্রকাশিত হবে ফলাফল। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে এমনটাই জানিয়েছেন বোর্ডের শীর্ষ কর্তারা। অন্যদিকে ৩১ জুলাই অর্থাৎ আজ থেকে ২ অগাস্ট পর্যন্ত ছাত্রছাত্রীরা জাতিগত সংসাপত্র আপলোড করতে পারবেন বলে জানানো হয়েছে।
গত ২৭ এপ্রিল রাজ্যের ইঞ্জিনিয়ারিং, ফার্মেসি কলেজগুলিতে ভর্তির জন্য হয়েছিল প্রবেশিকা পরীক্ষা। কিন্তু তার পর থেকে পেরিয়ে গিয়েছিল তিন মাস। ফলপ্রকাশ না হওয়ায় হতাশ হয়ে পড়েছিলেন পরীক্ষার্থীরা। তবে সংরক্ষণ সংক্রান্ত জট কেটে যাওয়ার পরেই পরীক্ষার ফল প্রকাশের কথা জানানো হল বোর্ডের তরফে। সেই মতো আগামী ৭ আগস্ট পরীক্ষার ফলাফল প্রকাশিত হতে চলেছে।
আরও খবর : আজ পুজো কমিটিগুলিকে নিয়ে বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী
এর আগে বোর্ডের তরফে জানানো হয়েছিল, ৫ জুন জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশের জন্য প্রস্তুতি সেরে ফেলা হয়েছে। কিন্তু তার মাঝে ওবিসি সংরক্ষণ মামলা নিয়ে তৈরি হয় জটিলতা। অনগ্রসর শ্রেণি (ওবিসি) (OBC)-র শংসাপত্র সংক্রান্ত বিজ্ঞপ্তি মামলায় স্থগিতাদেশ জারি করেছিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। কিন্তু গত সোমবার হোইকোর্টের সেই রায়ের উপর স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট (Supreme Court)।
এর পরে হাইকোর্টের তরফে ফল দ্রুত প্রকাশের নির্দেশ দেওয়া হয়। এক শুনানিতে বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি স্মিতা দাস দে নির্দেশ দেন, এক সপ্তাহের মধ্যে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল প্রকাশ করতে হবে। তা নাহলে ৭ আগস্টের মধ্যে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। এসবের মাঝে বৃহস্পতিবার বোর্ডের তরফে জানানো হয়, ৭ আগস্ট প্রকাশিত হবে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল(WBJEE Result 2025)।
দেখুন অন্য খবর :