নয়াদিল্লি: রাজ্যের সব বিশ্ববিদ্যালয়ে উপাচার্য (Vice Chancellor) নিয়োগে সার্চ কমিটি (Search Committee) গড়ল সুপ্রিম কোর্ট (Supreme Court)। বাঁধল সময়সীমা ও পদ্ধতি। শীর্ষ আদালত জানিয়ে দিল, তিন মাসের মধ্যে পশ্চিমবঙ্গের সব বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগের প্রক্রিয়া শেষ করতে হবে। কীভাবে গোটা প্রক্রিয়া সম্পন্ন হবে তাও জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট।
সার্চ কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ করা হয়। তা নিয়ে আগেই বিবাদ তৈরি হয়েছিল রাজভবন ও রাজ্য সরকারের মধ্যে। সোমবার সুপ্রিম কোর্ট জানিয়েছে, সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি ইউইউ ললিতের নেতৃত্বে তিন সদস্যের সার্চ কমিটি গঠন করতে হবে।
উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোস ও পশ্চিমবঙ্গ সরকারের মধ্যে চলা টানাপোড়েন কাটাতে যুগ্ম সার্চ সিলেকশন কমিটি গড়ে দিল সুপ্রিম কোর্ট। যে কমিটির চেয়ারপার্সন থাকবেন সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি ইউইউ ললিত। দুই সপ্তাহের মধ্যে কমিটি গঠন হবে। সেখানে থাকবেন পাঁচ সদস্য। প্রত্যেক বিশ্ববিদ্যালয়ের জন্য উপাচার্য হিসেবে তিনজনের নাম কমিটি বাছবে।
কমিটির সুপারিশ করা নামে চেয়ারপার্সন সম্মতি দিলে তা রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে পেশ করা হবে। মুখ্যমন্ত্রী যদি মনে করেন কোনও ব্যক্তি যোগ্য নন তাহলে তথ্যসহ সেখানে মন্তব্য করতে পারবেন। দুই সপ্তাহের মধ্যে তা আচার্যের কাছে পাঠাতে হবে। মুখ্যমন্ত্রী দ্বারা ক্রম নির্ধারিত নাম থেকে আচার্য উপাচার্যদের নিয়োগ করবেন। কোনও প্রার্থীর সম্পর্কে মুখ্যমন্ত্রীর মন্তব্য বা সেই ব্যক্তির সম্পর্কে আচার্যের নিজস্ব অভিমত থাকলে তা ফাইলে উল্লেখ করা যাবে। কিন্তু সঙ্গে তার কারণ ও তথ্য দিতে হবে।
আচার্যের অনুমোদিত নাম এক সপ্তাহের মধ্যে রাজ্যের সম্পর্কিত দফতর নির্দেশিকা মারফত প্রকাশ করবে। কোনও প্রার্থী সম্পর্কে দুই পক্ষের মতান্তর ঘটলে আদালত সেখানে হস্তক্ষেপ করবে। অবশ্যই সেই প্রার্থী সম্পর্কে আপত্তির কারণ শুনেই আদালত সিদ্ধান্ত নেবে।
আরও পড়ুন: বিজেপির রাজ্য কমিটির বৈঠক হতে চলেছে ১৭ জুলাই
আরও খবর দেখুন