আজ ২৪ জুলাই। লক্ষ্মীবারে (The financial fortune of these zodiac signs will increase on Lakshmivar) এই রাশিগুলির আর্থিক সৌভাগ্য বৃদ্ধি (Financial fortune) । বৃহস্পতিবার ২৪ জুলাই ২০২৫ সালে বুধ (Mercury) যাবেন অস্ত। লক্ষ্মীবারে ‘লক্ষ্মীলাভ’ হবে এই চার রাশির (zodiac signs)।
বৃষ: বুধের অস্তমিত হওয়ার সাথে সাথে বৃষ রাশির ভাগ্যে পরিবর্তন ঘটবে। আর্থিক সৌভাগ্যের সূচনা। কর্মজীবনে উন্নতি। এত দিন ধরে আপনার টাকা হু হু বেরিয়ে যাচ্ছিল, এবার আর্থিক অর্থ সঞ্চয় করতে সফল হবেন। স্বাস্থ্যের উন্নতি। দাম্পত্য জীবনে সুখের সঞ্চার।
আরও পড়ুন- রামভক্ত হনুমানজি আজ কার ভাগ্য খুলে দেবেন, কে কাকে করবেন বিপদ থেকে রক্ষা ?
বৃশ্চিক: বুধের অস্তমিত হওয়ার সাথে সাথে জাতকের জীবনে শুভ বার্তা নিয়ে আসবে। কর্মক্ষেত্রে উন্নতি। পদোন্নতি। আর্থিক সৌভাগ্য বৃদ্ধি, কঠোর পরিশ্রমের সম্পূর্ণ লাভ পাবেন। কর্মক্ষেত্রে প্রশংসাও জুটবে।
ধনু: বুধের অস্তমিত অবস্থা ধনু রাশির জন্য শুভ প্রমাণিত হবে। অপ্রত্যাশিত ধনলাভের সুযোগ। জীবনে প্রেমের সঞ্চার। শরীর ভালো যাবে। হঠাৎ করে বিদেশ যাত্রার যোগ ফলপ্রসূ হবে।
কুম্ভ: বুধের অস্তমিত অবস্থা কুম্ভ রাশির জাতকদের সুখের সঞ্চার। কেরিয়ারে অপ্রত্যাশিত উন্নতি। বেকার যুবক-যুবতীদের জীবনে নতুন কর্মের সঞ্চার। আর্থিক ভাগ্য সুপ্রসন্ন। এমন কেউ আপনার জীবনে আসবে, সে আপনার জীবনের মোড় ঘুড়িয়ে দিতে পারে।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনও মতামত কলকাতা টিভি অনলাইনের নেই। কলকাতা টিভি অনলাইন জ্যোতিষ সম্পর্কিত কোনও সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।