ওয়েব ডেস্ক: সামনেই দুর্গাপুজো। পুজো উপলক্ষে কেনাকাটাতেও মন দিয়েছেন অনেকেই। পুজোর ট্রেন্ডিং পোশাকে ঝুলি ভরাচ্ছে ছোট থেকে বড় সকলেই। তবে রকমারি পোশাকে নিজেকে সাজিয়ে তুললেই হবে না, নিজেকে পরিপাটী দেখাতে ত্বকের ও চাই বিশেষ যত্ন (Skin Care)। পুজোর ৪ টে দিন নিখুঁত উজ্জ্বল ত্বক পেতে ভরসা প্রাকৃতিক উপকরণই। কারণ নামিদামি ব্র্যান্ডের প্রসাধনী (Make up Products) বা পার্লার ট্রিটমেন্টে (Parlour Treatment) সাময়িক উপকার মিললেও তা দীর্ঘস্থায়ী হবে না। পুজোর আগে নিজেকে সাজিয়ে তুলতে ব্যবহার করতে পারেন এই ৩ টি ঘরোয়া ফেসপ্যাক।
১. ত্বকের আর্দ্রতা ধরে রাখতে জল পান করা জরুরি, তবে বাহ্যিক যত্নও সমান প্রয়োজন। টম্যাটোর রস ও গোলাপজল মিশিয়ে তুলো দিয়ে মুখে লাগান। এই প্রাকৃতিক টোনার ত্বক নরম রাখে এবং রোমকূপ সংকুচিত করতে সাহায্য করে।
আরও পড়ুন: ওজন কমবে একধাপে, রোজ সকালে উঠে এই ২ কাজ করুন
২. অল্প বয়সেই বলিরেখা বা রোদে পোড়া দাগ অনেকের ত্বকে দেখা দেয়। এই সমস্যাগুলো কমাতে সহায়ক হতে পারে চকোলেট ও কফি (Chocolate and Coffee)। এদের উপাদান ত্বককে সূর্যের ক্ষতিকর ইউভি রশ্মি থেকে সুরক্ষা দেয়। এক চামচ চকোলেট পাউডারের সঙ্গে দই ও কফি মিশিয়ে পেস্ট তৈরি করুন। মুখে লাগিয়ে কিছুক্ষণ রেখে ধুয়ে ফেলুন। ত্বকে পার্থক্য বুঝতে পারবেন।
৩. ওটস শুধু খাবার হিসেবে নয়, ত্বকের যত্নেও অসাধারণ। মধু প্রাকৃতিক এক্সফোলিয়েটর হিসেবে মৃত কোষ দূর করে। ওটস, মধু ও দুধ একসঙ্গে মিশিয়ে মসৃণ পেস্ট বানিয়ে নিন। মুখে লাগালে ত্বক মসৃণ হবে এবং ব্ল্যাকহেডসও কমে যাবে।
দেখুন অন্য খবর