ওয়েব ডেস্ক: কথাতেই আছে ‘তেলে চুল তাজা, জলে চুন তাজা’। চুলের যত্নে (Hair Care) তেলের জুড়ি মেলা ভার। চুলের স্বাস্থ্য ভাল রাখতে নারকেল তেলেই (Coconut Oil) ভরসা রাখেন অনেকে। তবে মাঝে মধ্যে নতুন কিছু ট্রাই করতেও মন চায় বৈকি। এ ক্ষেত্রে রোজমেরি অয়েল (Rosemary Oil) পছন্দ অনেকের। তবে এই তেলের দাম দেখেই আর তেলের বোতল ছুঁতে পারেন না রূপচর্চাবিদরা। তবে আর মন খারাপ নয়! জুঁই ফুলের তেলও কিন্তু রোজমেরি তেলের (Rosemary Oil) মতো সমান কাজ করে। নিষ্প্রাণ চুলের সমস্যা থেকে চুল পড়ার মতো সমস্যা থেকে রেহাই দেয় এই জুঁই ফুলের তেল (Jasmine Oil)।
জুঁই ফুলের তেলে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট (Anti-Oxidants) চুলের গোড়ায় পুষ্টি প্রদান করে। দ্রুত বাড়ে চুল। স্ক্যাল্পের সমস্যা দূর করে চুলকে নরম করে তোলে। কিন্তু সঠিক পদ্ধতি জুঁই ফুলের তেল ব্যবহার করলে তবেই উপকারিতা মিলবে। চুলে সরাসরি এই তেল না মেখে, বেশ কিছু জিনিস মিশিয়ে এই তেল চুলে মাখতে পারেন। কোন কোন উপাদান? জেনে নিন
আরও পড়ুন: দিনের যেকোনো সময়ে নয়, এই সময়েই চুমুক দিন ডাবের জলের গ্লাসে!
১. জুঁই ফুলের তেল ও অ্যালোভেরা (Alovera) একসঙ্গে মিশিয়ে হেয়ার মাস্ক (Hair Mask) হিসেবে ব্যবহার করতে পারেন। চুল ভালভাবে শ্যাম্পু করে রাখতে হবে আগের দিন। পরের দিন এই হেয়ার মাস্ক চুলে মেখে ১ ঘণ্টা অপেক্ষা করতে হবে। প্রতি সপ্তাহে এই হেয়ার মাস্ক ব্যবহার করতে পারলে নিষ্প্রাণ চুলের সমস্যা দূর হবে।
২. জুঁই ফুলের তেলের সঙ্গে নারকেল বা আমান্ড ওয়েল মিশিয়ে চুলে ব্যবহার করতে পারেন। এটি তৈরির বিশেষ পদ্ধতি রয়েছে। একটি পাত্রে কিছুটা নারকেল বা আমান্ড ওয়েল গরম করে নিতে হবে। এরপর গরম করা তেলের মধ্যে কয়েক ফোঁটা জুঁই ফুলের তেল মিশিয়ে নিতে হবে। শ্যাম্পু করার কিছুক্ষণ আগে চুলে ভাল করে এই তেল মাখতে হবে। কিছুক্ষণ অপেক্ষা করে, শ্যাম্পু করে চুল ধুয়ে নিতে হবে। দুই তেলের মিশ্রনে ঝলমলে চুল পাবেন। প্রতি সপ্তাহে এটিও নিয়ম করে লাগাতে পারলে ভাল ফল মিলবে।
দেখুন অন্য খবর