Sunday, July 27, 2025
HomeScrollনাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার তিন
Durgapur

নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার তিন

শুক্রবার রাতে পুলিশের হাতে গ্রেফতার ঘটনার মূল অভিযুক্ত

Follow Us :

দুর্গাপুর: এক নাবালিকাকে গনধর্ষণের অভিযোগ। অন্ডালের তিন জনের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছিল। এই অভিযোগের ভিত্তিতে দুজনকে গ্রেফতার করেছিল পুলিশ। অবশেষে, শুক্রবার রাতে পুলিশের হাতে গ্রেফতার ঘটনার মূল অভিযুক্ত। ধৃতদের মধ্য়ে একজন নাবালক রয়েছে বলে জানা গিয়েছে।

গনধর্ষণের অভিযোগ পেয়ে আগেই তদন্তে নেমে দুজনকে গ্রেফতার করেছিল পুলিশ। চলতি মাসের ১৬ তারিখ গ্রেফতার করা হয় দুইজনকে। তবে, এই ঘটনার সঙ্গে যুক্ত মূল অভিযুক্ত পলাতক ছিল। অবশেষে, গোপন সূত্রে খবর পেয়ে অন্ডাল থানার পুলিশ শুক্রবার রাতে অন্ডালের ১২ নম্বর এলাকা থেকে ঘটনার মূল পান্ডা কামরান আকমল আলমকে গ্রেফতার করে।

আরও পড়ুন: বেআইনি আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার ১ যুবক

নির্যাতিতার মায়ের অভিযোগ, বেশ কিছুদিন আগে তাঁর মেয়েকে ভুল বুঝিয়ে এই দুইজন  রেলের এক পরিত্যক্ত আবাসনে নিয়ে গিয়ে ধর্ষণ করে এবং  সেই সময় ভিডিও বানানো হয় বলে অভিযোগ। এরপর চলতি মাসের ১৩ তারিখ তার মেয়ের মোবাইলে সেই ভিডিও পাঠিয়ে তাদের কাছে আসার কথা বলা হয়। তাড়াতাড়ি  না এলে ভিডিওটি সমাজমাধ্যমে ভাইরাল করার হুমকি দেওয়া হয়। অভিযুক্ত দুজনের বিরুদ্ধে অন্ডাল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় নাবালিকার পরিবারের তরফে। তারপর থেকে শুরু হয় তদন্ত। শনিবার ধৃতদের দুর্গাপুর আদালতে তোলা হয়। পুলিশের তৎপরতায় এই ঘটনায় দোষী তিনজনই গ্রেফতার হওয়ায় খুশি অভিযোগকারীর পরিবার ও স্থানীয়রা।

দেখুন খবর: 

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39