কলকাতা: তৃণমূলের শহীদ স্মরণে ধর্মতলায় লাখো মানুষের ভিড়। কালোগাড়িতে ধর্মতলায় এসে পৌঁছলেন তৃণমূল সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhisekh Banerjee)। এ দিন দুপুর সাড়ে বারোটা নাগাদ ধর্মতলায় পৌঁছন তিনি। শহীদ বেদীতে মাল্যদান করেন তৃণমূল নেতা। মাটিতে মাথা ছুঁইয়ে প্রণাম করলেন তিনি। এদিন সকালে তৃণমূল কর্মী-সমর্থকদের বিশেষ বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhisekh Banerjee)। দলের যুবনেতা, কর্মীদের উজ্জীবিত করে তিনি বলেন, ‘মনে রাখতে হবে, বুলেট শরীরকে মারতে পারে, বিশ্বাসকে নয়।’ একই সঙ্গে বিরোধী শিবিরকে নিশানা করে তাঁরা বক্তব্য, বাংলার আত্মাকে কোনও ভাবেই পিষে দেওয়া যাবে না।
অভিষেক কর্মীদের উদ্দেশে লেখেন, আত্মসমর্পণ নয়, রুখে দাঁড়ানোই আমাদের পরম্পরা— ২১শে জুলাইয়ের সকালে এক্স হ্যান্ডলে লিখলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি লেখেন, ‘শহিদ দিবসে আমরা স্মরণ করি: বুলেট শরীরকে হত্যা করতে পারে, কিন্তু বিশ্বাসকে নয়। স্বৈরাচার বাংলার চেতনাকে চূর্ণ করতে পারে না। ১৯৯৩ সালে ১৩ জন সাহসী মানুষ শহিদ হয়েছিলেন — ক্ষমতার জন্য নয়, গণতন্ত্রের নীতির জন্য। তাঁদের সাহস এমন একটি আন্দোলন তৈরি করেছিল, যা আমাদের রাষ্ট্র ও জাতির ভাগ্য গঠন করেছিল। আমাদের অঙ্গীকার — গণতন্ত্র এবং মাতৃভূমির প্রতিটি ইঞ্চি রক্ষা করার জন্য। ঐক্যের সাথে ঘৃণার মুখোমুখি হওয়ার জন্য। যারা আমাদের সংবিধান ভেঙে ফেলার স্বপ্ন দেখে তাদের বিরুদ্ধে অটলভাবে দাঁড়ানোর জন্য।’
আরও পড়ুন: ২১ এর মঞ্চ থেকে আগুন ঝরানো বক্তব্য বীরবাহা হাঁসদার
দেখুন ভিডিও