নয়াদিল্লি: বাঙালির উপর অত্যাচার ও অপমান নিয়ে সংসদে শুরু থেকেই তীব্র প্রতিবাদ করে আসছে তৃণমূল (TMC Protest Parliament)। ভিনরাজ্যে বাঙালি ‘নিগ্রহ’ থেকে বিহারের SIR ইস্যুতে আন্দোলনের ঝাঁজ আরও বাড়ালেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ইন্ডিয়া জোটের অন্যান্য সাংসদরাও এই ইস্যুতে পাশে দাঁড়িয়েছে তৃণমূলের। বিহারের SIR এবং ভোটচুরির অভিযোগে ইন্ডিয়া জোটের (I.N.D.I.A Alliance) বিক্ষোভেও শামিল হন তৃণমূল সাংসদরা। নির্বাচন কমিশনের এসআইআর-এর বিরুদ্ধে গত কয়েক দিন ধরেই সংসদের ভিতরে এবং বাইরে সরব হচ্ছে বিরোধী দলগুলি। বিরোধীদের বিক্ষোভের জেরে বার বার মুলতুবি হয়েছে সংসদের অধিবেশন। এই পরিস্থিতিতে কমিশনের বিরুদ্ধে সুর চড়িয়ে এ বার ‘ভোট চুরি’র অভিযোগ তুলে সরব হল তৃণমূল।
শুক্রবার সকালে সংসদ চত্বরে কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ দেখান তৃণমূলের লোকসভা এবং রাজ্যসভার সাংসদেরা। ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। ‘নির্বাচন কমিশন ছিঃ ছিঃ’ বলে স্লোগান দিতে দেখা যায় তৃণমূল সাংসদদের। হাতে ছিল গেরুয়া রঙের পোস্টার, যাতে বাংলায় লেখা ‘ভোট চুরি’। অভিষেকের হাতে ধরা একটি ব্যানারে বাংলাতেই লেখা ছিল ‘চুপি চুপি ভোট চুরি’। এদিন সংসদের অধিবেশন শুরুর আগে সংসদ চত্বরে মকরদ্বারের সামনে তুমুল প্রতিবাদ জানান তৃণমূলের লোকসভা ও রাজ্যসভার সাংসদরা। জাতীয় সংগীতের অপমান দেশদ্রোহিতার সমান, বাংলা ও বাঙালির অপমান মানছি না মানব না, বিজেপি শাসিত রাজ্যে বাংলাভাষী ও বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে কেন জবাব দাও স্লোগানে মুখরিত হয়ে ওঠে সংসদ চত্বর। ইন্ডিয়া জোটের অন্যান্য দলের সাংসদরাও এই বিক্ষোভে শামিল হন।\
আরও পড়ুন: সেনার তৎপরতায় উদ্ধার ৭০, উত্তরকাশীতে এখনও জারি উদ্ধার কাজ
প্রসঙ্গত, বৃহস্পতিবার সন্ধ্যায় নয়াদিল্লিতে বিরোধী জোট ‘ইন্ডিয়া’র বৈঠকেও ওই কমিশনের বিরুদ্ধে ওই ‘তথ্যপ্রমাণ’ তুলে ধরেন রাহুল। বৈঠকে উপস্থিত ছিলেন অভিষেকও। তৃণমূল অবশ্য শুক্রবার কমিশনের বিরুদ্ধে ভোট কারচুপির অভিযোগ তুলে সংসদ চত্বরে বিক্ষোভ দেখিয়েছিল। প্রতিবেশী রাজ্য বিহারে এসআইআর-এর ভিত্তিতে তৈরি তালিকার খসড়া শুক্রবারই প্রকাশ করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন। তাতে ৬৫ লক্ষেরও বেশি নাম তালিকা থেকে বাদ পড়েছে। পশ্চিমবঙ্গে তার তোড়জোড়ও শুরু হয়ে গিয়েছে। বিরোধীদের অবশ্য বক্তব্য, ভোটার তালিকার এই সংশোধনের ফলে লক্ষ লক্ষ মানুষ ভোটাধিকার হারাবেন। এতে নির্বাচনপ্রক্রিয়ার স্বচ্ছতা নিয়েও প্রশ্ন উঠবে।
দেখুন ভিডিও