কলকাতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ের (Calcutta University) উপাচার্যকে ঘেরাও। উপাচার্যকে ঘোরাও টিএমসিপি-র (TMCP) তরফে। ২৮ তারিখ পরীক্ষার দিন পরিবর্তন করতে হবে, সেই ইস্যুকে সামনে রেখে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে ঘেরাও। অন্যদিকে, ছাত্র পরিষদের সভানেত্রী জানিয়েছেন, ‘পরীক্ষার দিন বদল নিয়ে উপাচার্যকে এইভাবে ঘেরাও করা যায় না’।
আগামী ২৮ অগস্ট তৃণমূল ছাত্র পরিষদ (টিএমসিপি)-এর প্রতিষ্ঠা দিবস। ঘটনাচক্রে, সে দিনই বিকম সেমিস্টার-৪ এবং বিএ এলএলবি সেমিস্টার-৪ এর পরীক্ষার সূচি ঘোষণা করেছেন কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য (Trinankur Bhattacharya) শনিবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হয়েছেন। কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের ফলে টিএমসিপি কর্মী-সমর্থকদের পাশাপাশি সাধারণ পড়ুয়ারাও সমস্যায় পড়বেন বলে দাবি করেন তৃণাঙ্কুর। তবে, এবার দেখা গেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে ঘেরাও করে টিএমসিপি। তাদের দাবি, ২৮ তারিখ অর্থ্যাৎ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে পরীক্ষার দিন পরিবর্তন করতে হবে। অন্যদিকে, ‘পরীক্ষার দিন বদল নিয়ে উপাচার্যকে এইভাবে ঘেরাও করা যায় না’, এমনটাই বললেন ছাত্র পরিষদের সভানেত্রী।
আরও পড়ুন: তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে পরীক্ষা! ক্ষোভ প্রকাশ তৃণাঙ্কুরের
কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ঘোষণার পর রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য (Trinankur Bhattacharya) সমাজমাধ্যমে জানিয়েছেন, “গণতান্ত্রিক পরিকাঠামোয় যেকোনো ব্যক্তি নিজের ইচ্ছেমতো রাজনৈতিক মতাদর্শকে সমর্থন করতে পারে — এটাই গণতন্ত্রের মূল সৌন্দর্য। সেই অনুযায়ী, আজকের ছাত্র-যুব সমাজ যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিশ্বাসী, তাঁদের আটকে দেওয়ার জন্য এক গভীর ষড়যন্ত্র রচনা করা হয়েছে।” তিনি আরও বলেছেন, “আগামী ২৮ আগস্ট, তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে, কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফে হঠাৎ করে B.Com সেমিস্টার ৪ এবং B.A.LLB সেমিস্টার ৪-এর পরীক্ষার সূচি ঘোষণা করা হয়েছে এবং সময় দেওয়া হয়েছে ঠিক দুপুর ২টো থেকে বিকেল ৫টা — এটি কোনো সাধারণ একাডেমিক সিদ্ধান্ত নয়। এটি স্পষ্ট করে দেয়, ছাত্রছাত্রীদের গণতান্ত্রিক অধিকারে বাধা দেওয়া এবং দিল্লির ইশারায় চলা এক রাজনৈতিক অপকৌশল।”
দেখুন খবর: