নয়াদিল্লি: সোমবার (Monday) লোকসভায় (loksobha) পেশ হওয়ার কথা ছিল ‘এক দেশ, এক ভোট’ সংক্রান্ত বিল (One Country One Vote)। এদিন এই বিলটি পেশ হওয়ার কথা থাকলেও আপাতত পিছিয়ে দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। কারণ রবিবারই সংবিধান সংশোধন বিলটি সোমবারের আলোচ্য সূচির তালিকা থেকে তুলে নেয় মোদি সরকার (Modi Government)।
গত সপ্তাহেই এতে অনুমোদন দিয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভা। সরকারি সূত্রের জানা গেছে, শুক্রবারই ছাপা হয়েছে বিলটি। শনিবার সেটি দেওয়া হয় সাংসদের মধ্যে। আইনমন্ত্রী অর্জুনরাম মেঘওয়াল সংশ্লিষ্ট সংবিধান (১২৯তম সংশোধন) বিল, ২০২৪ পেশ করতেন আজ। কিন্তু সোমবারের জন্য লোকসভার সংশোধিত ‘লিস্ট অব বিজনেস’ প্রকাশিত হতেই দেখা যায় যে, সংশ্লিষ্ট বিলটি আর তালিকাভুক্ত নেই। তবে এর কি কারণ জানা যায়নি।
আরও পড়ুন: ইন্দ্রপতন! প্রয়াত জাকির হুসেন
তবে বিশেষজ্ঞমহলের ধারণা এক দেশ, এক নির্বাচন সংক্রান্ত বিল নিয়ে প্রথম থেকেই তুমুল আপত্তি জানাচ্ছিল বিরোধী দলগুলি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিষয়টি নিয়ে কেন্দ্রের মোদি সরকারের উদ্দেশে সরব হয়েছেন। তৃণমূল সাংসদ ডেরেক ও’ ব্রায়েনের অভিযোগ ছিল, সংসদকে আদতে আরএসএসের শাখা তৈরি করতে চাইছেন নরেন্দ্র মোদি। বিরোধীদের প্রবল চাপেই কি শেষপর্যন্ত এক দেশ, এক নির্বাচন নিয়ে পিছু হটছে মোদি সরকার?
সংসদের চলতি শীতকালীন অধিবেশনেই কেন্দ্র এই বিল পেশ করতে চাইছে, এমনটাই জানা গিয়েছিল। কিন্তু নির্দিষ্ট সময় পিছিয়ে এল মোদি সরকার।
বহুদিন ধরেই ‘এক দেশ, এক ভোট’-এর পক্ষে সওয়াল করে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কেন্দ্রের যুক্তি নির্বাচনের জন্য যে বিপুল অঙ্কের টাকা খরচ হয়, সেটা কমানো যাবে। সেইসঙ্গে কাজের ভার কমবে ভোটকর্মী ও নিরাপত্তারক্ষীদের। ভোটের হার বাড়তে পারে বলেও আশাবাদি সরকার। রাজনৈতিক দলগুলি সারা বছর নির্বাচনের পিছনে পড়ে না থেকে অন্যান্য উন্নয়নমূলক কাজে মন দিতে পারবে।
আরও পড়ুন: