কলকাতা: আজ একুশে জুলাই (21 July)। সপ্তাহের শুরুর দিনেই কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলায় (Dharmatala) তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) মেগা সমাবেশ। হাইকোর্টের (High Court) নির্দেশে সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত শহরে কোনও যানজট না হয়, তা সুনিশ্চিত করতে তৎপর পুলিশ।
এদিন সব মিছিল ধর্মতলামুখী। ইতিমধ্যেই শিয়ালদহ থেকে একটি মিছিল ধর্মতলার উদ্দেশে রওনা দিয়েছে। মিছিলের কারণে মৌলালির রাস্তায় যান নিয়ন্ত্রণ করা হচ্ছে। যান চলাচল নিয়ন্ত্রণ করে ধাপে ধাপে মিছিল এগোচ্ছে।
আরও পড়ুন: একুশে জুলাই উপলক্ষে শহরের রাস্তায় নিয়ন্ত্রণ যান চলাচল
উল্লেখ্য, আগামী বছরের বিধানসভা নির্বাচন। ছাব্বিশের ভোটে তৃণমূলের লক্ষ্য কী? বিরোধীদের পর্যুদস্ত করে নবান্নের মসনদ আবারও নিজেদের দখলে রাখবে জোড়াফুল? এই লক্ষ্য পূরণের ক্ষেত্রে কোন কোন অস্ত্রে লড়বে তৃণমূল? সেই দিশাই আজ দেখাবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও দলের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সেই অপেক্ষাতেই কর্মী সমর্থকেরা।
সকাল থেকেই সরগরম ধর্মতলা (Dharmatala) চত্বর। ভোর থেকেই সভা চত্বরে ভিড় জমাতে শুরু করেছেন তৃণমূল কর্মী সমর্থকেরা। শিয়ালদহ ও হাওড়া স্টেশন-সহ শহরের বিভিন্ন প্রান্ত থেকে মিছিল করে কর্মী সমর্থকেরা আসছেন ধর্মতলা চত্বরে।
এদিন সকাল থেকেই চলছে না গাড়ি। ভোগান্তিতে নিত্যযাত্রীরা। কলকাতা ট্রাফিক পুলিশের তরফে জানানো হয়েছে, সকাল সাড়ে ৭টা থেকেই বিভিন্ন রাস্তায় যানবাহন নিয়ন্ত্রণ শুরু হবে। ভোর ৩টে থেকে রাত ৮টা পর্যন্ত শহরে নিষিদ্ধ পণ্যবাহী গাড়ি। পুলিশের তরফে জানানো হয়েছে, একাধিক রুটে মিছিল আসার কারণে ধর্মতলা সংলগ্ন একাধিক জায়গায় গাড়ি পার্কিং করা যাবে না। যানজটের ভোগান্তি এড়াতে যোগাযোগ করুন ১০৭৩, ৯৮৩০৮১১১১১, ৯৮৩০০১০০০০ নম্বরে।
দেখুন আরও খবর: