ওয়েব ডেস্ক: জম্মু-কাশ্মীরের (Jammu Kashmir) কিস্তওয়ার (Kishtwar) জেলার চাসোটি গ্রামে মেঘভাঙা বৃষ্টিতে (CloudBurst) ভয়াবহ বিপর্যয়। তছনছ হয়ে গেছে বাড়ি, অস্থায়ী আশ্রম, সরকারি প্রতিষ্ঠানও। সরকারি হিসেবে মৃতের সংখ্যা ইতিমধ্যেই ৬০ ছাড়িয়েছে। এই সংখ্যা আরও বাড়তে পারে বলে জানা গিয়েছে। জখম হয়েছেন শতাধিক মানুষ। তবে স্থানীয়দের দাবি, নিখোঁজের সংখ্যা কয়েকশো হতে পারে। বহু মানুষ পাথর, গাছের গুঁড়ি আর কাদামাটির তলায় চাপা পড়ে গিয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
বর্তমানে সমাজমাধ্যমে কিস্তওয়ারের বিপর্যয়ের একাধিক ভিডিও ছড়িয়ে পড়েছে (Viral Video) । যা দেখে রীতিমত শিউরে উঠেছে শরীর।একটিতে দেখা গেছে, কীভাবে প্রচণ্ড জলরাশির তোড়ে ভেসে যাচ্ছে বাড়িঘর, ভেঙে পড়ছে গাছপালা। অপর একটি ভিডিওতে স্পষ্ট বোঝা যাচ্ছে, মাচাইল মাতা যাত্রাপথে তীর্থযাত্রীরা জীবন বাঁচাতে ছুটছেন। চারদিকে কান্না আর আতঙ্কের চিৎকার।
Yesterday’s flash flood of Chashoti village (Kishtwar) pic.twitter.com/VxuMjbbDXS
— Weatherman Shubham (@shubhamtorres09) August 15, 2025
আরও পড়ুন: প্রয়াত নাগাল্যান্ডের রাজ্যপাল লা গণেশন
গত কয়েকদিন আগেই উত্তরাখণ্ডে মেঘ ভাঙা বৃষ্টিতে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়। সেই ছবি এখনও চোখে ভেসে উঠছে সকলের। এরই মধ্যে এবার ফের বিপর্যয়। মৃতের সংখ্যা ক্রমশ বাড়ছে।
Caught on camera the moment cloudburst led to flash floods in Chashoti village of Kishtwar on Thursday. 60 killed, over 200+ missing. Rescue Ops underway. pic.twitter.com/06JAr2VEQt
— JAMMU LINKS NEWS (@JAMMULINKS) August 15, 2025
দেখুন খবর: