বাঁকুড়া: দুর্গাপুর ব্যারাজে যান চলাচল নিয়ন্ত্রণের নির্দেশ দিল বাঁকুড়া জেলা প্রশাসন। আজ, বৃহস্পতিবার থেকে আগামী সোমবার, প্রতিদিন রাত ১১টা থেকে ভোর ৪টে পর্যন্ত দুর্গাপুর ব্যারাজের সেতুতে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। দমকল, অ্যাম্বুল্যান্স-সহ জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত গাড়িগুলোকে ছাড় দেওয়া হলেও অন্য কোনও গাড়ি ব্যারাজের সেতু দিয়ে যাতায়াত করতে পারবে না। ব্যারাজের মেরামতির কারণেই এই নির্দেশ দেওয়া হয়েছে।
বিভিন্ন এলাকায় পোস্টার দিয়ে যান চলাচল নিয়ন্ত্রণের কথা জানিয়ে দিয়েছে প্রশাসন। দিনের বেলা অবশ্য যান চলাচলে কোনও নিষেধাজ্ঞা জারি করা হয়নি। দুর্গাপুর ব্যারাজের ২২ নম্বর ও ১৭ নম্বর লকগেট বদলে ফেলার কাজ শুরু হয়েছে। সে কারণেই বন্ধ থাকবে যান চলাচল। আধিকারিকরা জানিয়েছেন, রাত ১১টা থেকে ভোর ৪টে পর্যন্ত যুদ্ধকালীন তৎপরতায় কাজ করা হবে। ৪টের পর সমস্ত গাড়ি যেতে পারবে।
টানা ৪দিন রাতে দুর্গাপুর ব্যারাজের ওপর দিয়ে যান চলাচল বন্ধ থাকায় সমস্যায় পড়তে হবে সবজি বিক্রেতাদের, এমনটাই দাবি ব্যবসায়ীদের। বাঁকুড়া জেলা থেকে সবজি নিয়ে এসে বহু সবজি বিক্রেতা দুর্গাপুর শহরে বিক্রি করেন। তাঁদের ক্ষেত্রে কিছুটা সমস্যা হবে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে সমস্ত সবজির গাড়ি ঘুরিয়ে দেওয়া হবে বলে ট্রাফিক পুলিশ সূত্রে জানা গিয়েছে।