ওয়েব ডেস্ক: জমি বিবাদকে কেন্দ্র করে নৃশংস হত্যাকাণ্ড যোগী রাজ্যে। নিজের বাবা মা ও বোনকে খুন করতে কুড়ুল হাতে তুলে নিল এক যুবক। মর্মান্তিক হত্যালীলা চালানোর পর ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অভিযুক্ত। ঘটনা উত্তরপ্রদেশের গাজিপুর জেলার (Uttarpradesh Ghazipur District) কোতওয়ালি থানার অন্তর্গত দিলিয়া গ্রামে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
গাজিপুরের পুলিশ সুপার ইরাজ রাজা জানিয়েছেন, রবিবার সকালে ৪০ বছর বয়সি অভয় যাদব নামে ওই যুবক কুড়ুল দিয়ে তাঁর পরিবারের তিন সদস্যকে আঘাত করায় চিৎকার শুরু করেন তাঁরা। চিৎকার শুনে ছুটে আসেন গ্রামবাসীরা। তাঁরা দেখেন রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছে তিনটি দেহ। তড়িঘড়ি তাঁরা পুলিশে খবর দেন। পুলিশ পৌঁছে প্রমাণ ও রক্তাক্ত দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তে (Post Mortem) পাঠায়। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, সম্পত্তির ভাগাভাগি নিয়েই তাঁদের মধ্যে বচসা বেঁধেছিল। যার জেরেই এই নির্মম হত্যাকাণ্ড। ঘটনার পরই গা ঢাকা দিয়েছে অভিযুক্ত। মৃতদের নাম শিবরাম যাদব, জামুনি দেবী, কুসুম দেবী। তাঁরা প্রত্যেকেই দিলিয়া গ্রামের বাসিন্দা।
আরও পড়ুন: সাধুর ছদ্মবেশে অশ্লীল ভিডিও পোস্ট, গ্রেফতার ইউ টিউবার
গ্রামবাসীরা পুলিশকে জানিয়েছেন, শিবরাম তাঁর সম্পত্তির বেশ কিছুটা অংশ তাঁর মেয়ের নামে লিখে দেওয়ার পর থেকেই বাবা-ছেলের মধ্যে ঝামেলা শুরু হয়। তারপর থেকে তাঁদের বাড়িতে নিত্যদিন ঝামেলা হত। অভিযুক্তকে ধরতে একাধিক দল গঠন করেছে পুলিশ।
দেখুন অন্য খবর