কলকাতা: শিয়ালদহে (Sealdah Station) পাঁচটি প্ল্যাটফর্মে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ। শিয়ালদহ স্টেশনের মেন এবং উত্তর শাখায় প্রায় ৯০টি ট্রেন বাতিল (Train Cancellation Sealdah) হওয়ায় চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা। প্রায় ৬২ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ রেখে ট্র্যাক, ওভারহেড কেবল এবং সিগন্যালিং ব্যবস্থার পুনর্বিন্যাস হচ্ছে প্ল্যাটফর্ম সম্প্রসারণের জন্যই এই কর্মকাণ্ড। তার জেরে শুক্রবার সকাল থেকে চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা( Train Cancellation People Facing Problem )। ট্রেনের সংখ্যা কমে যাওয়ায় বেড়েছে অন্য ট্রেনে চাপ। প্রতিটি স্টেশনে উপচে পড়ছে নিত্যযাত্রীদের ভিড়। স্টেশনে ট্রেন এলেও ওঠা যাচ্ছে না। সব ট্রেনেই বাদুড়ঝোলা ভিড়। অনেকে ট্রেনে উঠতে না পেরে বাড়ি ফিরে গিয়েছেন। কেউ সড়কপথে অফিস যাওয়ার চেষ্টা করেছেন। অনেক টেম্পো, ম্যাটাডর চেপে অফিস গিয়েছেন। ক্যাব নির্ভর পরিষেবার দর বেড়ে গিয়েছে। ভ্যাপসা গরমে চূড়ান্ত হয়রান হতে হচ্ছে হাজার হাজার মানুষকে।
বৃহস্পতিবার রাত ১২টা থেকে টানা তিনদিন বন্ধ থাকবে শিয়ালদহের ১ থেকে ৫ নম্বর প্ল্যাটফর্মে ট্রেন চলাচল। নিত্যযাত্রীদের অভিযোগ, কোন কোন ট্রেন বাতিল হয়েছে এবং কোন ট্রেনের যাত্রাপথ বদলেছে, তা কর্তৃপক্ষের তরফে সঠিক ভাবে জানানো হয়নি। রেলের এই গাফিলতির জেরেই সকাল থেকে হয়রানির মুখে পড়তে হচ্ছে নিত্যযাত্রীদের। নিত্যযাত্রীদের দাবি, একাধিক ট্রেন বাতিল হওয়ায় অন্য ট্রেনে চাপ বেড়েছে। নৈহাটি, কল্যাণী, ব্যারাকপুর, রানাঘাট, শান্তিপুর, বনগাঁ, হাসনাবাদ শাখার যাত্রীরা ভোগান্তির মুখে পড়েছেন।
আরও পড়ুন: সকাল থেকে অভিষেক ব্যস্ত আঞ্চলিক দলের নেতাদের সঙ্গে বৈঠকে
এক নিত্যযাত্রী জানান, ভিড় ট্রেনে উঠতে না পেরে বাড়ি ফিরে গিয়েছেন। আর এক যাত্রী বলেন, টিটাগড় এবং খড়দহের মাঝখানে দেখলাম ট্রেনের দরজায় ঝুলতে থাকা কমবয়সি একটি ছেলে লাইনে পড়ে গেল। ট্রেন বন্ধ থাকায় চাপ বেড়েছে বাসে মেট্রোতেও। নিত্যযাত্রীদের ভোগান্তির কথা ভেবে ব্যারাকপুর থেকে ডানলপ রুটে বিশেষ বাস চালানো হচ্ছে। ব্যারাকপুর থেকে টিটাগড়, সোদপুর, খড়দহ, পানিহাটি, কামারহাটি, রথতলা হয়ে ডানলপ পর্যন্ত চলছে এই বাস। দমদম ক্যান্টনমেন্ট স্টেশন লাগোয়া দমদম জেল থেকে বেলগাছিয়া মেট্রো স্টেশন পর্যন্তও বিশেষ সরকারি বাস চালানো হচ্ছে। এই বাসটি দমদম জেল থেকে নাগেরবাজার, লেক টাউন, পাতিপুকুর হয়ে বেলগাছিয়া মেট্রো পর্যন্ত সরকারি বাস আসছে। কিন্তু তাতে সমস্যা মিটছে না।
অন্য খবর দেখুন