ওয়েব ডেস্ক: ফেব্রুয়ারি (February Horoscope) মাসে আকাশে ঘটতে চলেছে এক বিরল গ্রহসংযোগ। বৈদিক জ্যোতিষশাস্ত্র (Astrology) অনুযায়ী বুধ, সূর্য এবং শুক্র—এই তিনটি গুরুত্বপূর্ণ গ্রহ একসঙ্গে কুম্ভ রাশিতে অবস্থান করবে। এর ফলেই তৈরি হচ্ছে বিশেষ ‘ত্রিগ্রহী যোগ’ (Trigrohi Yog)। জ্যোতিষীদের মতে, এই যোগের প্রভাবে একাধিক রাশির (Rashifal) জীবনে আসতে পারে বড়সড় পরিবর্তন। বিশেষ করে চাকরি, ব্যবসা, অর্থনৈতিক উন্নতি এবং পারিবারিক জীবনে ইতিবাচক প্রভাব পড়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এই সময় কিছু রাশির জাতকদের আয় বৃদ্ধি, সামাজিক মর্যাদা বৃদ্ধি এবং দীর্ঘদিনের সমস্যার সমাধান হতে পারে।
কুম্ভ রাশি
যেহেতু কুম্ভ রাশিতেই এই ত্রিগ্রহী যোগ তৈরি হচ্ছে, তাই এই রাশির জাতকরাই সবচেয়ে বেশি লাভবান হবেন। আত্মবিশ্বাস বাড়বে, কর্মক্ষেত্রে সম্মান বৃদ্ধি পাবে। দাম্পত্য ও প্রেমজীবনে সৌহার্দ্য বজায় থাকবে। সঙ্গীর সঙ্গে ভ্রমণের যোগও দেখা দিতে পারে।
মেষ রাশি
মেষ রাশির জাতকদের জন্য সময়টি অত্যন্ত অনুকূল। নতুন আয়ের পথ খুলতে পারে। কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ আসবে। দীর্ঘদিনের মানসিক চাপ কমবে এবং সন্তানের দিক থেকে সুখবর পাওয়ার সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন: হর্ষণা যোগে অমাবস্যাতেও চমকাবে এই রাশির ভাগ্য
মিথুন রাশি
মিথুন রাশির জাতকদের জন্য ফেব্রুয়ারি মাস সৌভাগ্য বয়ে আনবে। নতুন কাজ শুরু করার জন্য সময়টি শুভ। সম্পত্তি কেনা বা বিনিয়োগের সম্ভাবনা রয়েছে। বিদেশযাত্রা বা বিদেশ সংক্রান্ত কাজেও সাফল্য মিলতে পারে।
ধনু রাশি
ধনু রাশির জাতকরা নতুন ব্যবসায় হাত দেওয়ার সুযোগ পাবেন। তীর্থযাত্রা বা দীর্ঘ সফরের যোগ রয়েছে। পুরনো বিনিয়োগ থেকে লাভ হতে পারে। সরকারি চাকরির পরীক্ষার্থীদের জন্য সময়টি বিশেষ শুভ।
বৃষ রাশি
বৃষ রাশির জাতকদের কর্মক্ষেত্রে সম্মান ও স্থায়িত্ব বাড়বে। সরকারি চাকরিতে সুবিধা মিলতে পারে। ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে। নতুন বাড়ি, যানবাহন বা চাকরির সুযোগও আসতে পারে।
কন্যা রাশি
কন্যা রাশির ক্ষেত্রে এই ত্রিগ্রহী যোগ আকস্মিক উন্নতির ইঙ্গিত দিচ্ছে। পদোন্নতি, ঊর্ধ্বতনদের সহায়তা এবং বিদেশ সংক্রান্ত কাজে সাফল্য মিলতে পারে। ক্যারিয়ারের দিক থেকে এটি একটি শক্তিশালী সময়।
*ডিসক্লেমার*: কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনও মতামত কলকাতা টিভি অনলাইনের নেই। কলকাতা টিভি অনলাইন জ্যোতিষ সম্পর্কিত কোনও সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।







