ওয়েবডেস্ক- মদন মিত্রকে (Madan Mitra) শোকজ (Show Cause) করল তৃণমূল কংগ্রেস (Tmc)। আগামী তিনদিনের মধ্যে জবাব দেওয়ার নির্দেশ কামাহাটির বিধায়ককে। গণধর্ষণের ঘটনায় বিতর্কিত মন্তব্য নিয়ে মদন মিত্রের উপর ক্ষুব্ধ তৃণমূল কংগ্রেস। তার পরেই তাঁকে শোকজের রিপোর্ট ধরানো হয়েছে।
শনিবার কসবার ল’ কলেজের ঘটনা নিয়ে বিতর্কিত মন্তব্য করে বসেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। তাঁর কথায় রাজনৈতিক চাঞ্চল্য তৈরি হয়। মদন মিত্রের কথা ভালোভাবে নেয়নি।
আরও পড়ুন- কসবা কাণ্ডে নির্যাতিতার পরিবারের গোপন জবানবন্দি চেয়ে আদালতে আবেদন পুলিশের
মদন মিত্র ঘটনার পর পরই বলেন, কসবার এই ঘটনায় মেয়েদের কাছে, পড়ুয়াদের কাছে একটা বার্তা পৌঁছে গিয়েছে। যদি চেনা-পরিচিত কেউ ডাকে, যেদিন কলেজ বন্ধ, পরীক্ষা চলছে, ইউনিটের কিছু বানিয়ে দেবে, যেও না, ভালো হবে না। মেয়েটি ওখানে না গেলে এই ঘটনা ঘটত না। যদি যাওয়ার সময় কাউকে বলে যেত, ২ জন বান্ধবীকে সঙ্গে নিয়ে যেত, তাহলে এই ঘটনা ঘটত না। যে এই নোংরা কাজ করেছে, সে পরিস্থিতির সুযোগ নিয়েছে।” তবে এই মন্তব্যের সঙ্গে সঙ্গে দোষীদের কড়া শাস্তির দাবিও তুলেছেন কামারহাটির বিধায়ক।
মদন মিত্রের এই বিতর্কিত মন্তব্যের পরেই পদক্ষেপ নিল তৃণমূল কংগ্রেস। তাঁকে শোকজ করা হয়েছে, তিনদিনের মধ্যে শোকজের জবাব দিতে বলা হয়েছে।
দেখুন ভিডিও-