ঝাড়গ্রাম: জাল ভোটার কার্ড (Fake Voter Card) তৈরি করে নির্বাচনী বৈতরণী পার করতে চাইছে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। মঙ্গলবার এমনই বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপি নেত্রী লকেট চ্যাটার্জি (Locket Chatterjee)। এদিন ঝাড়গ্রাম জেলা বিজেপির দলীয় কার্যালয়ে এক কর্মসূচিতে যোগ দিয়ে একাধিক ইস্যুতে রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দাগেন তিনি।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে লকেট চ্যাটার্জি বলেন, “বাংলাদেশ থেকে আগত অনুপ্রবেশকারী সহ রোহিঙ্গাদের নিয়েও ভুয়ো ভোটার কার্ড তৈরি হচ্ছে এই রাজ্যে। এটা সুপ্রিম কোর্টের নজরে রাখা উচিৎ। দেশের সর্বোচ্চ আদালত নিশ্চয়ই এ বিষয়ে পর্যবেক্ষণ করবে।”
বিজেপি নেত্রীর আরও অভিযোগ, পশ্চিমবঙ্গে নির্বাচনের আগে জাল ভোটার তালিকা বানিয়ে গণতন্ত্রের পবিত্রতা নষ্ট করা হচ্ছে। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী স্বয়ং ভোটার তালিকা তৈরির দায়িত্বে থাকা বুথ লেভেল অফিসারদের (BLO) হুমকি দিচ্ছেন বলেও দাবি করেন তিনি।
আরও পড়ুন: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রয়াণ দিবসে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী
বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের প্রসঙ্গ টেনে লকেট বলেন, “যে ভাষায় অনুব্রত কথা বলেন তা শুনে লজ্জা হয়। আর সেই মুখ্যমন্ত্রীই ভাষা আন্দোলনের নামে পথে নামেন। এটা ভীষণই দ্বিচারিতা।”
প্রসঙ্গত, বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই ঝাড়গ্রাম (Jhargram) সহ জঙ্গলমহলে বিজেপি নেতৃত্বের আগমন ও রাজনৈতিক উত্তেজনা বাড়ছে। মঙ্গলবার লকেট চ্যাটার্জির এহেন মন্তব্যে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে রাজনৈতিক মহলে।
দেখুন অন খবর