কলকাতা: মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ছবিতে কালি দেওয়ার প্রতিবাদে জেলা জুড়ে তৃণমূলের (TMC Protest) বিক্ষোভ মিছিল। আর সেই বিক্ষোভ মিছিল থেকেই এবার তৃণমূলের ব্লক সভাপতি হাত ফাটিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিলেন। অন্যদিকে, সিউড়ির বিধায়ক এদিন বক্তব্য রাখতে গিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন। বিজেপি (Bjp) কর্মীদের হুঁশিয়ারি দেওয়ার পাশাপাশি পুলিশকেও সতর্ক হয়ে কাজ করতে বললেন ।
আরও পড়ুন: ভোটার তালিকায় মৃতদের নাম! শোরগোল মেদিনীপুরে
তৃণমূলের সিউড়ী ১ নং ব্লক সভাপতি প্রশান্ত প্রসাদ লালা বলেন,’ মুখ্যমন্ত্রীর ছবিতে কালী দেওয়া? পুলিশ যদি আপনাকে তুলে না নিয়ে যেত, আর কিছুক্ষন যদিও থাকতেন তাহলে আপনার স্প্রে মেসিন সহ হাতের কব্জিটা আমাদের স্প্রে মেশিন দিয়ে ফাটিয়ে দিতাম।’
অন্যদিকে, পুলিশকে হুঁসিয়ারী দিয়ে সিউড়ির বিধায়ক বিকাশ রায় চৌধুরী বলেন,”আমি পুলিশ প্রশাসনকে বলছি আমাদের যাদের নামে কেস হয়েছে। সতর্ক ভাবে কাজ করবেন। মিথ্যা কেও লিখিত দেবে আর তার বিরুদ্ধে কেস হবে একাজ যেন না হয়। পরিষ্কার ভাবে জানিয়ে দিলাম। আর যত বিজেপি লাফাবে চিংড়ি মাছের মত, তৃণমূল কর্মীরা বাড়ি থেকে বেরিয়ে তোমাদের উপযুক্ত জবাব দেবে।”
দেখুন আরও খবর: