ওয়েব ডেস্ক : রাশিয়ার (Russia) উপর নতুন করে নিষেধাজ্ঞা চাপাতে চলেছে আমেরিকা (America)! রাশিয়া-ইউক্রেন (Russia-Ukraine) যুদ্ধে মৃতের সংখ্যা বাড়তে থাকায় মস্কোর (Mosco) উপরে নতুন করে নিষেধাজ্ঞা চাপানোর কথা ভাবছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। এর আগেও একাধিক নিষেধাজ্ঞা চাপানো হয়েছিল। তবে এবার মস্কোর উপর কী ধরণের নিষেধাজ্ঞা চাপাবে আমেরিকা, তা নিয়ে শুরু হয়েছে জোর চর্চা।
সম্প্রতি মার্কিন প্রেসিডেন্টকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে প্রশ্ন করেছিলেন সাংবাদিকরা। তা নিয়ে ট্রাম্প বলেছিলেন, অনেক মানুষকে হত্যা করেছেন পুতিন। তাঁর কাজে তিনি যে খুশি নন সেটাও জানিয়েছেন ট্রাম্প (Donald Trump)। হোয়াইট হাউসে ক্যাবিনেট বৈঠকেও রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট অশন্তোষ প্রকাশ করেছেন বলে খবর।
আরও খবর : টেক্সাসে হড়পা বানে মৃতের সংখ্যা ছাড়াল ১৬০, নিখোঁজ শতাধিক
রাশিয়ার (Russia) উপর নতুন করে নিষেধাজ্ঞা চাপানোর জন্য নতুন বিল নিয়েও আলোচনা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। প্রসঙ্গত, এই যুদ্ধে ইউক্রেনকেই সমর্থন করে আসছে আমেরিকা। অর্থ-অস্ত্র দিয়েও সাহায্য করতে দেখা গিয়েছে তাদের। তবে দ্বিতীয়বারের জন্য আমেরিকার মসনদে বসার পর মস্কোর সঙ্গে বন্ধুত্ব বৃদ্ধির কৌশল নিয়েছিলেন ট্রাম্প। সেই কারণে ইউক্রেনকে সামরিক সাহায্য করবেন না বলেও জানিয়েছিলেন। কিন্তু তা সত্বেও এখনও এই যুদ্ধ থামেনি। যার জন্য প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকেই (Vladimir Putin) দায়ী করেছেন তিনি। এর পরেই রাশির উপর নতুন করে নিষেধাজ্ঞা চাপাতে চাইছেন মার্কিন প্রেসিডেন্ট।
উল্লেখ্য, ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি। ইউক্রেনের উপর হামলা চালিয়েছিল রাশিয়া (Russia)। তিন বছরের বেশি সময় ধরে চলা এই যুদ্ধে মৃত্যু হয়েছে হাজার হাজার মানুষের। যার কারণে পশ্চিমী দেশগুলি রাশিয়ার উপর একাধিক নিষেধাজ্ঞা চাপিয়েছিল। তবে রাশিয়া এখনও ইউক্রেনের উপর হামলা না বন্ধ করায়, তাদের উপর নতুন করে নিষেধাজ্ঞা চাপানোর কথা ভাবছে আমেরিকা।
দেখুন অন্য খবর :