ওয়েব ডেস্ক: ১ অগস্ট থেকে লাগু হচ্ছে ট্রাম্প-ট্যারিফ (Trump Tariff)। ভারতের উপরে ২৫ শতাংশ হারে ট্যারিফ চাপিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। সঙ্গে রাশিয়া (Russia) থেকে তেল কেনায় দিতে হবে পেনাল্টি। ট্যারিফের কী প্রভাব পড়তে চলেছে? খতিয়ে দেখছে কেন্দ্রীয় সরকার।
উল্লেখ্য, আমদানিকৃত পণ্যের উপর আমেরিকার ১০ শতাংশ ভিত্তিমূল্য শুল্ক আরোপ করা হবে। এর সঙ্গে যুক্ত হচ্ছে অতিরিক্ত রেসিপ্রোকাল ট্যারিফ, যা কার্যকর হবে ৯ এপ্রিল থেকে। ভারতের জন্য এই রেসিপ্রোকাল ট্যারিফের হার ধার্য হয়েছে ২৬% থেকে ২৭%। ট্রাম্প প্রশাসনের দাবি, ভারত যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত পণ্যের উপর গড়ে ৫২% শুল্ক আরোপ করে। সেই অনুযায়ী, এই শুল্ককে ‘ডিসকাউন্টেড রেট’ হিসেবে ব্যাখ্যা করেছেন ট্রাম্প।
আরও পড়ুন: শুল্ক কমাতে আমেরিকার দ্বারস্থ একাধিক দেশ, গর্বে বুক ফুলছে ট্রাম্পের!
পাকিস্তানের উপর বসানো হয়েছে ২৯% রেসিপ্রোকাল ট্যারিফ। সঙ্গে ১০% ভিত্তিমূল্য শুল্ক মিলিয়ে মোট ৩৯% হারে শুল্ক দিতে হবে পাকিস্তানের পণ্যে। এই নতুন শুল্ক নীতির আওতায় মোট ৬৩টি দেশকে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে কিছু দেশ একাধিক পণ্যে ছাড় পেলেও, ভারত ও পাকিস্তানের ক্ষেত্রে বিশেষ ছাড় নেই বলেই মনে করা হচ্ছে। তবে ভারতীয় গাড়ি, ফার্মাসিউটিক্যালস, সেমিকন্ডাক্টর ও গুরুত্বপূর্ণ খনিজসম্পদের মতো কিছু খাতে আংশিক ছাড় থাকবে বলে জানিয়েছে হোয়াইট হাউস।
ট্রাম্পের মতে, “আমেরিকার অর্থনীতি দীর্ঘদিন ধরে বাণিজ্যে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা চাই সমতা। যদি তারা আমাদের উপর বেশি শুল্ক বসায়, আমরাও তাদের উপর বসাব।”বিশেষজ্ঞদের ধারণা, এই পদক্ষেপ বৈশ্বিক বাণিজ্য সম্পর্কে উত্তেজনা বাড়াতে পারে। পাশাপাশি ভারত ও পাকিস্তানের রপ্তানি খাতের উপরও এর প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
দেখুন আরও খবর:]