Thursday, August 14, 2025
HomeScrollবিনা অনুমতিতে মিছিলের অভিযোগে নোটিস, হাজিরা দিলেন দুই চিকিৎসক
Abhaya Mancha

বিনা অনুমতিতে মিছিলের অভিযোগে নোটিস, হাজিরা দিলেন দুই চিকিৎসক

Follow Us :

কলকাতা: ৮ অগাষ্ট বিনা অনুমতিতে সাইকেল মিছিলের অভিযোগে অভয়া মঞ্চের দুই কনভেনারকে সমন পাঠিয়েছিল ঠাকুরপুকুর থানা। একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছিল দুই চিকিৎসকের বিরুদ্ধে। এদিন, ঠাকুরপুকুর থানায় হাজিরা দিলেন অভয়া মঞ্চের দুই কনভেনার।

আরজিকর কাণ্ডের একবছর অতিক্রান্ত। সঠিক বিচারে্র দাবিতে চলতি মাসের ৮ তারিখ বেহালা থেকে কলেজ স্কোয়ার পর্যন্ত প্রায় ৬৫ জন সাইকেল নিয়ে প্রতিবাদ মিছিল করেন। অভয়া মঞ্চের ডাকেই এই সাইকেল মিছিলের আয়োজন করা হয়েছিল। তবে পুলিশের তরফে এই সাইকেল মিছিল করার অনুমতি ছিল না বলেই জানা গিয়েছে। এরপরই ঠাকুরপুকুর থানার তরফে অভয়া মঞ্চের অন্যতম দুই‌ আহ্বায়ক ডা পুণ্যব্রত গুণ ও ডা তমোনাশ চৌধুরীকে ও দুই গাড়ি চালককে সমন পাঠানো হয়। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হবে বলে থানায় হাজিরা দেওয়ার কথা জানায় ঠাকুরপুকুর থানার পুলিশ।  অবশেষে এদিন থানায় হাজিরা দিলেন দুই চিকিৎসক ও তাঁদের দুই গাড়ি চালক।

আরও পড়ুন: অভয়া মঞ্চের ২ জন কনভেনরকে সমন পুলিশের, কারণ কী?

এই দুই চিকিৎসককে থানায় তলব করার প্রতিবাদে থানা থেকে একটু দূরে প্রতিবাদে সরব হয়েছেন জয়েন্ট প্লাটফর্ম অফ ডক্টরস, অভয়া মঞ্চ সহ অন্যান্য চিকিৎসক সংগঠন। যতক্ষণ এই চিকিৎসকেরা থানার ভেতরে থাকবেন ততক্ষণ এই প্রতিবাদ সভা চলবে বলে জানিয়েছে চিকিৎসক সংগঠন।

দেখুন খবর

RELATED ARTICLES

Most Popular