কলকাতা: পঞ্চায়েত ভোটে (WB Panchayat Election ) কারচুপির অভিযোগে শাস্তিপ্রাপ্ত দুই অফিসারকে মঙ্গলবার পঞ্চায়েত দফতরের ওএসডি পদে বসানো হয়েছে। বুধবারই ওই নিয়োগকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) মামলা হল। ফলে ওই অফিসারকে নিয়ে ফের অস্বস্তির পরিবেশ সৃষ্টি হয়েছে। উলুবেড়িয়ার এসডিও শমীককুমার ঘোষ এবং উলুবেড়িয়া ২ এর বিডিও নীলাদ্রিশেখর দের বিরুদ্ধে কাশ্মীরা খাতুন নামে এক সিপিএম প্রার্থীর মনোনয়ন পত্রে কারচুপির অভিযোগ ওঠে পঞ্চায়েত ভোটের আগে। পরে তা নিয়ে মামালা হয়। মামলায় কলকাতা হাইকোর্ট ওই দুজনকে সাসপেন্ড করার কথা বলে। একই সঙ্গে আদালত বিচারপতির দেবীপ্রসাদ দের নেতৃত্বে এক সদস্যের একটি কমিটি গঠন করে অভিযোগ খতিয়ে দেখার জন্য। কমিটির মতে, ওই অভিযোগের সারবত্তা রয়েছে। কমিটিও দুজনের বিরুদ্ধে এফআইআর (FIR) করার কথা বলে। তাদের সাসপেনশনের সুপারিশ করা হয়।
আদালতের নির্দেশ এবং কমিটির সুপারিশের ভিত্তিতে ওই দুই অফিসার কিছু দিনের জন্য সাসপেনশনেও ছিলেন। এরই মধ্যে মঙ্গলবার তাঁদের পঞ্চায়েত দফতরেই ওএসডি পদে নিয়োগ করা হয়েছে। সেই নিয়োগকেই চ্যালেঞ্জ করেই বুধবার মামলা হয়।
আরও পড়ুন: শর্ত সাপেক্ষে বজরং দলের জাগরণ যাত্রায় অনুমতি আদালতের
বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে মামলাকারীর আবেদন, রাজ্য সরকার আদালত নিযুক্ত কমিটির সুপারিশ আংশিক কার্যকর করলেও ওই দুই অফিসারের বিরুদ্ধে এফআইআর করেনি। উপরন্তু তাঁদের কাজে ফেরানো হয়েছে। আবার উলুবেড়িয়ায় ব্যালট কারচুপির অভিযোগে সিবিআই তদন্ত চেয়ে একটি মামলা এই এজলাসেই বিচারাধীন। বিচারপতি সেনগুপ্ত মামলাকারীর আবেদন গ্রহণ করেন। বৃহস্পতিবার দুটি মামলারই একত্রে শুনানি হতে পারে বলে আদালত সূত্রের খবর ।