ওয়েবডেস্ক- ভোট বড় বালাই! ঘন ঘন আসা যাওয়া শুরু হয়েছে প্রধানমন্ত্রী (Narendra Modi) থেকে কেন্দ্রীয় হেভিওয়েট নেতা মন্ত্রীদের। মহালয়ার (Mahalaya) পরেই বাংলায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। দুর্গাপুজো (Durga Puja) উদ্বোধন করবেন তিনি। বিজেপি সূত্রে খবর, মহালয়ার পরেই কলকাতায় আসবেন কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ। কলকাতায় দুটি ও সল্টলেকে (Salt lake) একটি পুজো মণ্ডপের উদ্বোধন করবেন তিনি। গত পুজোর সময় কলকাতায় আসেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। উত্তর কলকাতা ও হাওড়া মিলিয়ে মোট দুটি পুজোর উদ্বোধন করেন তিনি। এবারে রাজ্যে অমিত শাহ। আগামী ২২ অগাস্ট রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দমদমে সভা করবেন তিনি। মেট্রোর উদ্বোধনেরও কথা আছে। তাহলে এর পরে রাজ্যে আসছেন শাহ।
২০২৬-এর ভোটকে (2026 West Bengal Assemble Election) সামনে রেখে ফের বাংলায় পা রাখবেন অমিত শাহ। দুর্গোৎসবে ২০২৩ সালে শেষ এসেছিলেন, লোকসভা ভোটের আগে। ২০২৪ এ আসেননি। এবার ২০২৫ সালে দুর্গাপুজোর উদ্বোধনে ফের রাজ্যে শাহি সফর।
আরও পড়ুন- মালদা-মুর্শিদাবাদে নদী ভাঙন, রিপোর্ট তলব মুখ্য সচিবের
বিজেপি শাসিত রাজ্যগুলিতে পরিযায়ী শ্রমিকদের উপর নির্যাতন দিন দিন বাড়ছে। বাংলায় কথা বললেই তাদের উপর আক্রমণ করা হচ্ছে। ফলে ভোটের আগে বিজেপির জন্য তা মোটেই সুখকর বার্তা দিচ্ছে না। সেই সঙ্গে আছে এসআইআর। ফলে সব মিলিয়ে বেশ চাপে রয়েছে বিজেপি। এর আগে বাংলা এসে শাসক দলের বিরুদ্ধে একে ক্ষোভ উগরে দিয়ে গেছেন প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ।
এবার দুর্গোৎসবকে হাতিয়ার করে বাঙালিয়ানায় শান দিতে চাইছেন অমিত শাহ । এবার ফের জাঁকজমক করে দুর্গোৎসবের আয়োজনে যে বঙ্গ বিজেপি করছে, তার আভাস আগেই পাওয়া গিয়েছিল। বকলমে দলের তরফে আয়োজিত সল্টলেকের ইজেডসিসিতে দুর্গাপুজোর খুঁটি পুজো হয়েছিল। এর আগে প্রধানমন্ত্রী রাজ্যে এসে ইতিমধ্যেই বাঙালি আবেগকে কাজে লাগাতে তাঁর মুখে মা দুর্গা, মা কালীর নাম নিতে শোনা যায়।
দেখুন আরও খবর-