ওয়েব ডেস্ক : ১৫ আগস্ট, শুক্রবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের (Vladimir Putin) সঙ্গে বৈঠক করতে চলেছেন মার্কিন প্রেসিডেস্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। ইউক্রেনের সঙ্গে যুদ্ধ থামাতেই পুতিনের সঙ্গে বৈঠক করতে চলেছেন ট্রাম্প। তবে এই বৈঠককে ঘিরে ভারতকে আবার নতুন করে হুমকি দিলেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট (Scott Bessent)।
ব্লুমবার্গকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন অর্থমন্ত্রী বলেন, রাশিয়া (Russia) থেকে তেল কেনার কারণে আমরা ভারতের উপর শুল্ক চাপিয়েছি। তবে ট্রাম্প-পুতিনের বৈঠক (Trump-Putin Meeting) সফল না হলে, শুল্ক আরও বাড়তে পারে বলে জানিয়েছেন তিনি। অন্যদিকে ইউক্রেনের সঙ্গে যুদ্ধ নিয়ে রাশিয়াকে আক্রমণ করে ট্রাম্প সম্প্রতি বলেছেন, এই যুদ্ধ বন্ধ না করলে এর পরিণতি হবে “খুবই ভয়াবহ”। পুতিনের সঙ্গে বৈঠকের পরও যদি রাশিয়া যুদ্ধ চালিয়ে যায়, তাহলে পদক্ষেপ নেওয়া হবে বলে সতর্ক করেন তিনি।
আরও খবর : অপরাধ বাড়ছে আমেরিকায়, ভার্জিনিয়াতে বন্দুকবাজদের তাণ্ডব
প্রসঙ্গত, ভারতের উপর দু’দফায় মোট ৫০ শতাংশ শুল্ক চাপিয়েছেন ট্রাম্প (Trump)। রাশিয়া থেকে তেল কেনার ‘অপরাধে’ ভারতের উপর শুল্ক চাপানো হচ্ছে বলে জানিয়েছিলেন তিনি। এই বিষয়টিকে “অন্যায্য, অযৌক্তিক ও অগ্রহণযোগ্য” বলা হয়েছিল নয়াদিল্লির তরফে। যাকে দু দেশের মধ্যে সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে। এর মধ্যেই ভারতের বিরুদ্ধে হুমকি দিতে শোনা গেল মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্টকে (Scott Bessent)।
অন্যদিকে ভারতের উপর শুল্ক বৃদ্ধির জবাব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) বলেছিলেন, কৃষকদের স্বার্থে ভারত কোনও আপস করবে না, অর্থনৈতিক পরিণতি যাই হোক না কেন। ভারত আরও অভিযোগ করেছে, যে দেশগুলো রুশ আমদানি নিয়ে দিল্লিকে সমালোচনা করছে, তারাই আবার রাশিয়ার সঙ্গে বাণিজ্য চালিয়ে যাচ্ছে।
দেখুন অন্য খবর :