Tuesday, August 5, 2025
HomeScrollউপরাষ্ট্রপতি নির্বাচনের দিন ঘোষণা
Vice Presidential Poll

উপরাষ্ট্রপতি নির্বাচনের দিন ঘোষণা

নির্বাচনের নির্ঘণ্ট জানিয়ে দিল জাতীয় নির্বাচন কমিশন

Follow Us :

ওয়েব ডেস্ক: ৯ সেপ্টেম্বর উপরাষ্ট্রপতি নির্বাচনের দিন ঘোষণা। ৭ অগাষ্ট থেকে মনোনয়ন জমা দেওয়া শুরু। শেষদিন ২১ অগাষ্ট। জগদীপ ধনখড় উপরাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা দেওয়ার পর এবার নির্বাচনের নির্ঘণ্ট জানিয়ে দিল জাতীয় নির্বাচন কমিশন।

গত ২১ জুলাই রাতে আচমকাই উপরাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়ান জগদীপ ধনখড়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে ইস্তফাপত্র পাঠান তিনি। ধনখড় ইস্তফাপত্রে লিখেছিলেন, শারীরিক অসুস্থতার কারণেই এই পদ ছাড়ার সিদ্ধান্ত। যদিও এই তত্ত্ব বিরোধী দলগুলি মানতে নারাজ।পরদিন সকালেই সেই ইস্তফা গৃহীত হয়।

আরও পড়ুন: ৫৮৯২টি মামলায় ইডি সাজা দিয়েছে মাত্র ১৫ জনকে

শুক্রবার কমিশনের তরফে জানানো হয়েছে, ৭ অগাষ্ট নির্বাচনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। ২১ অগাষ্ট পর্যন্ত প্রার্থীরা মনোনয়ন জমা দিতে পারবেন। মনোনয়নপত্র খতিয়ে দেখা হবে ২২ অগাষ্ট। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ২৫ অগাষ্ট। যদি সর্বসম্মতিক্রমে কেউ উপরাষ্ট্রপতি হন, তা হলে নির্বাচনের প্রয়োজন পড়বে না। আর যদি একাধিক প্রার্থী মনোনয়ন জমা দেন, তা হলে নির্বাচন অবশ্যম্ভাবী হয়ে পড়বে। সে ক্ষেত্রে নির্বাচন হবে আগামী ৯ সেপ্টেম্বর। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট চলবে। ওই দিনই ফলপ্রকাশ করা হবে।

দেখুন খবর

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39