ঝাড়গ্রাম: বাঘিনীর (Tiger) গতিবিধি মাপতে সুন্দরবন এবং গুয়াহাটি থেকে আটজন বিশেষজ্ঞ (Expert) এলেন বেলপাহাড়িতে (Belpahari)। ট্র্যাকার দিয়ে চলছে নজরদারি। শনিবার বাঘটি কাঁকড়াঝোড়ের দিকে গিয়েছে। বনদফতর (Forest Department) ময়ূরঝর্ণা, জুজারধারা, মেনিয়ারডি, জবালা, ওড়লি, ছুড়িমারা, দলদলি, আমলাশোল, কাঁকড়াঝোড় গ্রামে চরম সতর্কতা জারি। এলাকায় মাইকিং করা হয়েছে। এই সব গ্রাম সংলগ্ন জঙ্গলে ঢুকতে গ্রামবাসীদের নিষেধ করা হয়েছে। সব লজ এবং হোমস্টেকেও সতর্ক করা হয়েছে। পর্যটকদের জঙ্গলে ঢুকতে নিষেধ করা হয়েছে।
জঙ্গল ছেড়ে যাতে লোকালয়ে খাবারের জন্য বাঘ না ঢোকে তাই বাঘের কাছাকাছি ছাড়া হচ্ছে ছাগল। প্রস্তুত রাখা হয়েছে একাধিক মোষ। ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, ওড়িশার ‘ট্রাঙ্কুইলাইজার টিম’ ঘটনাস্থলে রয়েছে। পাশাপাশি সুন্দরবন এবং গুয়াহাটি থেকে আটজনের বিশেষজ্ঞ টিম পৌঁছেছে এলাকায়। বাঘের গতিবিধি পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নেওয়া হবে তাকে ‘ট্রাঙ্কুইলাইজ’ করার মতো পরিস্থিতি আছে কি না? ড্রোন উড়িয়ে বাঘের গতিবিধি এবং ওই এলাকায় কেউ প্রবেশ করছে কি না তার নজরদারি চালাচ্ছে বনদফতর। পুলিশ যে কোনও অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় পাশের এলাকায় নজরদারি চালাচ্ছে। একাধিক খাঁচার ব্যবস্থা রাখা হয়েছে। সাধারণ গ্রামবাসীরা বাঘের ভয়ে আতঙ্কে রয়েছেন।
আরও পড়ুন: হাতের ছাপ নিলেও, রেশন দেওয়া হচ্ছে না! অভিযোগ আলিপুরদুয়ারে
দেখুন অন্য খবর: