কলকাতা: কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) ডিভিশন বেঞ্চের রায়কে মান্যতা দিয়েই ওবিসি সংরক্ষণ (OBC Reservation) নিয়ে বড় পদক্ষেপ করল রাজ্য সরকার (WB Govt)। চাকরি ও নিয়োগের পরীক্ষায় ওবিসি সংরক্ষণ চূড়ান্ত করল রাজ্য। সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠকে ওবিসি সংরক্ষণে নতুন বিধি তৈরি নিয়ে আলোচনা হয়। সূত্রের খবর, ওবিসি সংরক্ষণ তালিকায় আগে ছিল ৬৬টা জাতি। কমিয়ে ৬৪ করা হল। এবং নতুন করে তালিকায় যুক্ত হল আরও ৭৬টি নতুন জাতি। সব মিলিয়ে জাতির সংখ্যা হল ১৪০। আগামী বিধানসভা অধিবেশনে ওবিসি সংরক্ষণের এই নয়া বিধি পেশ করা হবে।
২০১০ সালের পর তৈরি রাজ্যের সব ওবিসি শংসাপত্র বাতিল করে দিয়েছিল কলকাতা হাইকোর্ট। হাইকোর্টের নির্দেশের উপর সুপ্রিম কোর্টও স্থগিতাদেশ দেয়নি। ওবিসি চিহ্নিত করতে ফের নতুন করে সমীক্ষা শুরু করে রাজ্য। সেই সমীক্ষার ফলের উপর ভিত্তি করেই নয়া বিধি চূড়ান্ত করেছে রাজ্য। নবান্ন সূত্রে খবর, আগে তালিকায় ৬৬টি অন্যান্য অনগ্রসর শ্রেণির নাম ছিল। সমীক্ষার পর সেই তালিকা থেকে দু’টি শ্রেণির নাম আপাতত বাদ গিয়েছে। ৭ থেকে বাড়িয়ে ১৭ শতাংশ করা হল ওবিসি সংরক্ষণ।
আরও পড়ুন: তৃণমূল সাম্প্রদায়িক দল, যারা ভোট দেয় তারাও এই পাপের ভাগী
সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। মোট ১৪০টি জাতিকে ওবিসি তালিকায় অন্তর্ভুক্ত করা হল। এর মধ্যে ৭৬টি জাতিকে সমীক্ষার ভিত্তিতে নতুন করে অন্তর্ভুক্ত করা হল। আগে থাকা ৬৬-র মধ্যে ৬৪টি জাতিকে রাখা হয়েছে। বাকি দুটি জাতি নিয়ে এখনও পুনরায় সমীক্ষা চলছে।
দেখুন ভিডিও