ওয়েব ডেস্ক: ‘সিতারে জমিন পর’ (Sitare Zameen Par) মুক্তির আগেই একটি স্পষ্ট ঘোষণা শোনা গিয়েছিল আমিরের মুখে। ওটিটি প্ল্যাটফর্মে (OTT Platform Release) এই ছবি মুক্তি পাবে না বলে দর্শকদের মন ভেঙেছিলেন অভিনেতা। তবে দর্শকদের মুখে খানিক হাসি ফোটাতে তিনি জানিয়েছিলেন তাঁর প্রযোজনা সংস্থার ইউটিউব চ্যানেলে (Youtube Channel) ছবিটি দেখতে পাবেন দর্শকরা। ৩১ জুলাই মুম্বইয়ে এক সাংবাদিক সম্মেলনে অভিনেতা জানিয়েছিলেন, ১ আগস্ট থেকে মাত্র ১০০ টাকার বিনিময়ে ছবিটি ভারত সহ মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, জার্মানি, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর এবং স্পেনেও ইউটিউব চ্যানেলে (Youtube Channel) দেখা যাবে।
কিন্তু ইউটিউবে ছবি মুক্তির প্রথম দিনেই দর্শকদের কাছে ক্ষমা চাইলেন খোদ আমিরের প্রযোজনা সংস্থা। কী কারণে ক্ষমা চাইলেন তাঁরা? কোনও ভুল ত্রুটি ধরা পড়েছে? আমিরের প্রযোজনা সংস্থার তরফে একটি পোস্ট দর্শকদের কাছে ক্ষমা চাওয়া হয়েছে।
আরও পড়ুন: পুরনো জুটি, নতুন ভূমিকায়! ছোটপর্দায় ফিরছে ‘রাজা-দুষ্টু’
পোস্টে লেখা হয়েছে, “আমরা দুঃখিত। আমরা এখনই জানতে পেরেছি যে অ্যাপেল ডিভাইসে আমাদের ‘সিতারে জমিন পর’ সিনেমা দেখার জন্য ১৭৯ টাকা খরচ পড়ছে। আমরা যত দ্রুত সম্ভব এই সমস্যাটি সমাধান করার চেষ্টা করছি। আপনাদের ধৈর্য এবং বোঝাপড়ার জন্য ধন্যবাদ।”
এই পোস্ট থেকেই বেশ স্পষ্ট যে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা মাত্র ১০০ টাকার বিনিময়ে এই ছবি উপভোগ করতে পারলেও অতিরিক্ত টাকা গুনতে হচ্ছে অ্যাপেল ফোন ব্যবহারকারীদের। আর সেই কারণেই ক্ষমা চেয়েছেন আমিরের প্রযোজনা সংস্থা। এখন দেখার কোন উপায়ে এই সমস্যার সমাধান করে প্রযোজনা সংস্থা।
দেখুন অন্য খবর