নয়াদিল্লি: ফেক নিউজ (Fake News)’ নিয়ন্ত্রণে চাই নয়া ব্যবস্থা। বিশেষত ইন্টারনেট ও সমাজমাধ্যমের পরিপ্রেক্ষিতে। অভিমত সুপ্রিম কোর্টের (Supreme Court) প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের (Chief Justice D Y Chandrachud)। এ প্রসঙ্গে তিনি বলেন, এটা বাক স্বাধীনতার যুগ। তার হাত ধরে সংগঠিত ফেক নিউজ-এর রমরমা চলছে। শুরু হচ্ছে তীব্র বাকবিতণ্ডা। ফলে সত্য বিকৃত হচ্ছে। করোনার সময় মানুষ যখন ব্যাতিব্যস্ত ছিল, তখন থেকে এই প্রবণতা প্রবল হয়। বিষয়টি নিয়ে নতুন করে ভাবার সময় হয়েছে। বিশেষত ইন্টারনেটে অবাধ স্বাধীনতা জেরে এই ফেক নিউজ বেশি বাড়বাড়ন্ত।
বর্তমানে স্মার্টফোন ব্যবহারকারীরা প্রচুর অ্যাপ ব্যবহার করেন। ফটো এডিটিং, অনলাইন শপিং থেকে শুরু করে গান শোনা, সব কিছুর জন্যই অনেক ধরেনর অ্যাপ থাকে ফোনে। নিত্য নতুন অ্যাপ্লিকেশ ডাউনলড করছি তত বেশি আমাদের তথ্য ছড়িয়ে পড়ছে। এর সুযোগ নিয়ে কিছু অসাধু মানুষ ফেক নিউজ ছড়াছে। কেন্দ্রের তরফে এর আগে বেশ কিছু অ্যাপ্লিকেশ, ও নিউজ প্লোটাও বন্ধ করে দেওয়া হয়েছিল। এর জেরে সমাজে বিভ্রান্তি ছড়াচ্ছে। আমাদের পরিবেশকে অশান্ত করে তুলছে।
আরও পড়ুন: চোখে ইনফেকশন, হায়দরাবাদ উড়ে গেলেন অভিষেক
ডিজিটাল যুগে ব্যক্তি স্বাধীনতা শীর্ষক এক আলোচনাসভায় যোগ দিয়েছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। এই আলোচনাসভায় প্রধান বিচারপতি বলেন, গণতন্ত্রে অবাধ স্বাধীনতার যে ধ্যানধারণা, তার বিপরীতে ইন্টারনেটের মাধ্যমে ভুল তথ্য সম্প্রচার এবং ঘৃণাভাষনের বহর উদ্বেজনকভাবে বাড়ছে। বেসরকারি সমাজমাধ্যম বস্তুত নিয়ন্ত্রণহীন। সেখানে সরকারি মাধ্যমগুলো সংবিধান ও আইনি ব্যবস্থা অনুসরণ করছে। এই বৈপরীত্যের মধ্যে আদালতকে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে। এই পরিপ্রেক্ষিতে নতুন তাত্ত্বিক আইনি পরিকাঠামো প্রয়োজন। জানিয়েছেন প্রধান বিচারপতি।
আরও অন্য খবর দেখুন