Tuesday, August 5, 2025
HomeScrollদক্ষিণবঙ্গের ৬ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সতর্কতা
Heavy Rain Forecast

দক্ষিণবঙ্গের ৬ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সতর্কতা

উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে

Follow Us :

কলকাতা: রাজ্যের আকাশে নিম্মচাপের (low Pressure) কালো ছায়া। তার জেরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি (Heavy Rain) হতে পারে দক্ষিণবঙ্গের ৬টি জেলায়। আবহাওয়া দফতর জানিয়েছে, সক্রিয় মৌসুমী অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের জোড়া ফলায় বাংলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে বাংলাদেশ ও সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর। এটি ঝাড়খন্ড এর উপর অবস্থান করছে সংলগ্ন উত্তর ওড়িশা ও ছত্রিশগড় এলাকায়। আগামী ২৪ ঘণ্টায় এটি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা। এটি দক্ষিণ দিকে ঝুঁকে থাকায় বৃষ্টির সম্ভাবনা বাড়বে। ঘূর্ণাবর্ত ও সক্রিয় মৌসুমী অক্ষরেখার জোড়া প্রভাবে বৃষ্টি বাড়বে বাংলায়। উত্তরের পাঁচ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা দক্ষিণবঙ্গেও। উইকেন্ডে বৃষ্টি পারবে দক্ষিণবঙ্গে।

কলকাতা মূলত আংশিক মেঘলা আকাশ। কখনো মেঘলা আকাশ হতে পারে। বজ্রবিদ্যুৎ সহ দু এক পশলা হালকা মাঝারি বৃষ্টির সামান্য সম্ভাবনা। শনিবার ও রবিবার বৃষ্টি বাড়তে পারে। আজ বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি হবে। আপাতত ভারী বৃষ্টির আশঙ্কা নেই। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের ছয় জেলায় বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টি হওয়ার সম্ভাবনা বীরভূম পশ্চিম বর্ধমান মুর্শিদাবাদ নদীয়া উত্তর দক্ষিণ ২৪ পরগনা জেলায়। শুক্রবার বৃষ্টি সম্ভাবনা কম থাকলেও শনিবার এর বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি। শনিবার ভারী বৃষ্টি (Heavy Rain Forecast) দক্ষিণবঙ্গের তিন জেলায়। পুরুলিয়া পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি। রবিবার বৃষ্টি বাড়তে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আগামী সপ্তাহের মঙ্গলবার পর্যন্ত এমনই থাকবে আবহাওয়া। মঙ্গলবার পর্যন্ত ওয়াইড স্প্রেইড রেইনের সম্ভাবনা। শনিবার বৃষ্টির পরিমাণ কিছুটা কম থাকবে। ফের রবিবার থেকে বৃষ্টির সম্ভাবনা বাড়বে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে।

আরও পড়ুন: বুদ্ধদেবের প্রয়াণে শোকপ্রকাশ মমতার

উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে।‌ প্রবল বৃষ্টির সতর্কতা আলিপুরদুয়ারে। বাকি জেলাতেও শনিবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার অতি ভারী বৃষ্টির সতর্কতা আলিপুরদুয়ারে। ভারী বৃষ্টির পূর্বাভাস দার্জিলিং কালিম্পং কোচবিহার এবং জলপাইগুড়ি জেলাতে। বাকি তিন জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি। শুক্রবার ভারী বৃষ্টির পূর্বাভাস দার্জিলিং কালিম্পং কোচবিহার আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলাতে। বাকি তিন জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি।

অন্য খবর দেখুন

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39