Friday, August 1, 2025
HomeScrollরাতভর ঝিরঝিরে বৃষ্টি! কোন জেলায় কত? জানুন আবহাওয়ার আপডেট
Weather Today

রাতভর ঝিরঝিরে বৃষ্টি! কোন জেলায় কত? জানুন আবহাওয়ার আপডেট

কোন কোন জেলায় চলবে বৃষ্টি?

Follow Us :

কলকাতা: পৌষের শুরুতেই জাঁকিয়ে শীত (Winter)। পূর্বাভাস মতোই সপ্তাহান্তে একাধিক জেলায় শুরু হয়েছে ঝিরঝিরে বৃষ্টি। মাঝে বইছে দমকা হাওয়া। আকাশের মুখভার। হাওয়া অফিস (Regional Meteorological Centre) জানিয়েছিল, নিম্নচাপের অবস্থান দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায়।

উত্তর পশ্চিম ও পশ্চিমদিক থেকে আরও শক্তিশালী হবে নিম্নচাপ (Depression)। যদিও নিম্নচাপের অভিমুখ তামিলনাড়ুর দিকে। পরোক্ষভাবে বাংলায় ঢুকবে জলীয়বাষ্প। ফলে পৌষ মাসেও ভিজবে বাংলা।

আরও পড়ুন: ফের ধর্মতলায় ধরনায় জুনিয়র ডাক্তারদের, অনুমতি দিল না পুলিশ

শনি ও রবিবার কলকাতাসহ (Kolkata) হাওড়া, হুগলী, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর ও ঝড়গ্রামে রয়েছে বৃষ্টির সম্ভবনা। জেলাগুলির কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে থাকবে শুষ্ক আবহওয়া। তবে পশ্চিম বর্ধমান, বীরভূম ও দুই মেদিনীপুরে থাকবে ঘন কুয়াশার দাপট। রবিবার উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পঙে বৃষ্টির সম্ভবনা। তুষারপাতও হতে পারে। সেই সঙ্গে ঘন কুয়াশার কথা জানান দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

যদিও বৃষ্টির কারণে ফারাক পড়বে না তাপমাত্ৰায়। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কয়েকটি জেলায় ৫ দিনের মধ্যে রাতের তাপমাত্রা পরিবর্তনের সম্ভবনা নেই। এমনিতেই সর্বনিম্ন তাপমাত্রা খানিক বেড়েছে। তাই অনেকটাই কম শীত অনুভূত হবে। উত্তরবঙ্গেও তাপমাত্রার বিশেষ হেরফের হবে না বলে জানিয়েছে আলিপুর। শনিবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন ১৮ ডিগ্রি সেলসিয়াস।

দেখুন আরও খবর: 

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39