কলকাতা: লক্ষ্মীপুজোর দিনে, অর্থাৎ আগামী ০৬.১০.২০২৫ (সোমবার), কলকাতা মেট্রোরেলের ব্লু লাইনে মোট ২৩৬টি (১১৮টি আপ ও ১১৮টি ডাউন) মেট্রো পরিষেবা চলবে। স্বাভাবিক ২৭২টির পরিবর্তে আগামী সোমবার মোট ২৩৬টি মেট্রো ছুটবে ব্লু লাইনে। মেট্রো রেলের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে এমনটাই জানানও হয়েছে।
একনজরে দেখে নিন কখন কোন লাইনে চলবে মেট্রো?
মেট্রো শুরু…..
- সকাল ০৬:৫০ – নোয়াপাড়া থেকে শহীদ ক্ষুদিরাম (পরিবর্তন নেই)
- সকাল ০৬:৫৪ – শহীদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর (পরিবর্তন নেই)
- সকাল ০৬:৫৫ – দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরাম (পরিবর্তন নেই)
- সকাল ০৬:৫৫ – মহানায়ক উত্তম কুমার থেকে দক্ষিণেশ্বর (পরিবর্তন নেই)
শেষ মেট্রো……
- সন্ধ্যা ২১:২৮ – দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরাম (পরিবর্তন নেই)
- সন্ধ্যা ২১:৩৩ – শহীদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর (পরিবর্তন নেই)
- সন্ধ্যা ২১:৪৩ – শহীদ ক্ষুদিরাম থেকে দমদম (পরিবর্তন নেই)
আরও পড়ুন: রবিবার পুজো কার্নিভাল, ভিড় সামলাতে চলবে বাড়তি মেট্রো
আগামী সোমবার লক্ষ্মীপুজোর দিনে কলকাতা মেট্রো রেলের গ্রিন, ইয়েলো,পার্পল ও অরেঞ্জ লাইনে স্বাভাবিক পরিষেবা চলবে। তবে আগামিকাল ৫ অক্টোবর এবারের দুর্গাপুজোর কার্নিভালের জন্য মেট্রোরেলের ব্লু লাইন ও গ্রিন লাইনে বিশেষ পরিষেবা মিলবে।
দেখুন খবর: