ওয়েব ডেস্ক: শৈশবে শেখেননি। ৪৪ বছর বয়সে এসে সেই শিক্ষা অর্জন করলেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট। এক সাক্ষাৎকারে আমির খান জানালেন, কোনও রাজ্যের স্থানীয় ভাষা না জানা লজ্জাজনক। অবশেষে সিদ্ধান্ত নেন, ৪৪ বছর বয়সেই মরাঠি ভাষা শিখবেন তিনি। কী বললেন আমির?
স্কুলে থাকাকালীন মারাঠি পড়ানো হত। কিন্তু তখন এই ভাষা শেখার কোনও আগ্রহই ছিলনা তাঁর। তবে সদ্য আমির বলেছেন, “৪৪ বছর বয়স হয়ে যাওয়ার পরে আমি উপলব্ধি করলাম, আমি মরাঠি ভাষাটা জানি না।ক্রমশ লজ্জা লাগতে শুরু করে যে, একটা রাজ্যের আঞ্চলিক ভাষা আমি জানি না। নিজের রাজ্যভাষা না জানায় লজ্জিত হতে থাকি।” অবশেষে সিদ্ধান্ত নেন, ৪৪ বছর বয়সেই মরাঠি ভাষা শিখবেন।
আরও পড়ুন: অনুরাগ বসুর ফ্রেমে রণবীর কেন ‘কিশোর’ হতে পারলেন না?
আমির বলেন, “তার পরে আমি একজন মরাঠি ভাষার শিক্ষকের কাছে প্রশিক্ষণ নেওয়া শুরু করি। এখন আমি স্বতঃস্ফূর্ত ভাবে মরাঠি বলতে পারি।” একাধিক ভাষা সম্পর্কে জ্ঞান থাকার কথাও জানিয়েছেন আমির খান। তাঁর কথায়, “আমি মনে করি, যে কোনও ক্ষেত্রেই, যে যত বেশি ভাষা শিখবে, তত বেশি সুবিধা হবে কাজে। তাই নিজের আগ্রহেই একাধিক ভাষা শিখতে পারেন।”
দেখুন খবর: