জ্যোতিষশাস্ত্রে গ্রহের অবস্থানের উপর ভিত্তি করে ভাগ্যে প্রভাব পড়ে। গ্রহের নির্দিষ্ট কিছু অবস্থানেই রাজযোগ (Raja Yoga) গঠিত হয়। এর প্রভাবেই জাতকরা শুভ এবং অশুভ ফলাফল ভোগ করে থাকেন। যা তাদের কর্মজীবন, ব্যবসা, দাম্পত্য, প্রেম জীবনে প্রভাব ফেলে। এবার ত্রিগ্রহী যোগে (Trigrahi Yoga) এই তিন রাশির (Zodiac Sign) জীবনে প্রভাব পড়বে। ত্রিগ্রহী যোগ, যা একটি রাশিতে তিনটি গ্রহ উপস্থিত থাকলে তৈরি হয়। অগাষ্ট মাসে এই যোগ তৈরি হতে চলেছে।
মিথুন: মিথুন রাশির জাতকদের শুভ ফল দেবে এই ত্রিগ্রহী যোগ। কর্মক্ষেত্রে উন্নতি, আয় বৃদ্ধি। প্রতিটি কাজে ভাগ্য আপনার সাথ দেবে। শিক্ষার্থীরা ভালো ফল পাবেন। শিক্ষার্থীদের জন্য সময়টি খুবই ভালো যাবে। সরকারি চাকরির জন্য প্রস্তুতি নেওয়া ব্যক্তিদের জন্য সময়টি ভালো যাবে। স্বাস্থ্যের উন্নতি হবে। দাম্পত্য জীবনে সুখ আসবে।
আরও পড়ুন- জন্মাষ্টমীতে সুখের দিন আসছে এই পাঁচ রাশির
কন্যা: কন্যা রাশির জাতকদের জন্য ত্রিগ্রহী যোগ তাদের জীবনে উন্নতির বার্তা নিয়ে আসবে। ব্যবসায় লাভ, চাকরিতে উন্নতি। সমাজে মান যশ, খ্যাতি বাড়বে। অবিবাহিতদের জন্য বিবাহের সম্ভাবনা থাকবে। শিক্ষার্থীরা শিক্ষাক্ষেত্রে সাফল্য। পড়াশোনার জন্য বিদেশ যাত্রা হতে পারে। বিবাহিত জীবন সুখকর হবে। অবিবাহিতদের জীবনের নতুন প্রেমের সঞ্চার।
তুলা: ত্রিগ্রহী দুর্দান্ত সাফল্য দেবে। কেরিয়ারে উন্নতি। আর্থিক শ্রীবৃদ্ধি। এই সময়ে জাতকরা তাদের নেতৃত্বের দক্ষতা বৃদ্ধি করতে সক্ষম হবেন। সম্মান বৃদ্ধি, প্রতিষ্ঠা লাভ। যে কাজ থমকে গিয়েছিল। পূর্ণতা পাবে। জীবনে মানসিক প্রশান্তি আসবে।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনও মতামত কলকাতা টিভি অনলাইনের নেই। কলকাতা টিভি অনলাইন জ্যোতিষ সম্পর্কিত কোনও সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।