কলকাতা: নেতাজি ইন্ডোরে পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠক করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুজো কমিটিগুলোকে অনুদানের ঘোষণা এবছর পেড়িয়ে গেল লাখ টাকাকে। যা ঘিরে স্বভাবতই খুশি কমিটির সদস্যরা। অনুদানের পাশাপাশি প্রশাসনিক ব্যবস্থায় জোর দেওয়ার কথাও বলেছেন মুখ্যমন্ত্রী।
তিনি বলেন, মানুষের যেন অসুবিধা না হয়। ২৪ ঘণ্টা খোলা রাখতে হবে পুলিশ কন্ট্রোল রুম। মহিলাদের নিরাপত্তায় বাড়তি নজরদারি দিতে হবে। বিশেষভাবে সক্ষমদের জন্য আলাদা ব্যবস্থা গ্রহণ করতে হবে। ভিড় এড়াতে প্রবেশ ও বেরোনোর আলাদা পথ রাখতে হবে। পুজোমণ্ডপে পাবলিক অ্যাড্রেসাল সিস্টেম যাতে থাকে, সেদিকেও নজর দিতে হবে। অন্যপ্রান্ত থেকে আসা দর্শনার্থীদের অসুবিধার কথা মাথায় রেখে বিশেষ ব্যাবস্থা নিতে হবে। ছোট ছোট ছেলেমেয়েদের এনার্জি কাজে লাগাতে হবে। আপদকালীন পরিস্থিতির কথা মাথায় রেখে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করতে হবে। শুধু শহরতলী নয়, জেলার পুজো প্যাণ্ডেলগুলির ক্ষেত্রেও ব্যবস্থা নিতে হবে।
আরও পড়ুন : প্রথমবার দুর্গাপুজোয় থিমের নামকরণ করলেন মুখ্যমন্ত্রী
মমতা বলেন, পরিবহন দফতরকে বলব বেশি গাড়ি চালাতে। যাতে মানুষ সময়ে সময়ে বাড়ি ফেরার জন্য গাড়ি পান। মেট্রো যাতে বেশিক্ষণ চলে, সে বিষয়েও আধিকারীকদের সঙ্গে কথা বলতে হবে। লোকাল ট্রেনও যাতে পাওয়া যায় রাতভর। পদপিষ্টের ঘটনা এড়াতে আলাদা ব্যবস্থা গ্রহণকরতে হবে। বিসর্জনের জায়গায় আলোর ব্যবস্থা করতে হবে। জেলাতেও প্রস্তুতি নিতে হবে। প্রয়োজনীয় ডাক্তার, নার্স সহ হেল্পলাইন নং রাখতে হবে।
চলতি বছর সেপ্টেম্বরের শেষেই দুর্গাপুজো। ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে পুজো কমিটিগুলি। এই আবহে বৃহস্পতিবার কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে রাজ্যের বিভিন্ন পুজো কমিটির সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী। বৈঠকে ছিলেন, রাজ্যের প্রশাসনিক শীর্ষকর্তারা, কলকাতা পুরসভা, দমকল বিভাগ, সিইএসসি, পুলিশ প্রশাসন, পরিবহন ও স্বাস্থ্য দফতরের মত পরিষেবা প্রদানকারী সংস্থার প্রতিনিধিরা। চলতি বছর পুজোর অনুদান ১ লক্ষ ১০ হাজার টাকা। সঙ্গে বিদ্যুতের ছাড় ৮০ শতাংশ ছাড় দেওয়ার জন্য সিইএসই ও রাজ্য বিদ্যুৎ বন্টন পর্ষদকে বলেছেন মুখ্যমন্ত্রী।
দেখুন খবর