কলকাতা: সোমবার তৃণমূলের ২১ জুলাই। তার আগে শেষ মুহুর্তের প্রস্তুতি তুঙ্গে। জেলা থেকে বহু তৃণমূল সমর্থক ইতিমধ্যেই এসে গিয়েছেন কলকাতায়। আগামীকাল আরও বহু কর্মী সমর্থকেরা আসবেন। তার আগে প্রস্তুতি চলছে জোর কদমে। ২৬ -শের নির্বাচনের আগে তৃণমূলের এই শেষ মেগা সমাবেশ। এই মঞ্চ থেকে কী বার্তা দেন তৃণমূল নেত্রী, সেটাই দেখার। অন্যদিকে জেলা থেকে আসা কর্মী সমর্থকদের জন্য বেশ কিছু জায়গায় অস্থায়ী ক্যাম্প বসানও হয়েছে। ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে দেখা যায়, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর থেকে শুরু করে বালুরঘাট, বীরভূম, বাঁকুড়া থেকে প্রচুর কর্মী সমর্থকেরা এসেছেন।
আর একদিনের অপেক্ষা। ২১ জুলাই ঘিরে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা শহর। অপ্রীতিকর ঘটনা এড়াতে একাধিক পদক্ষেপ পুলিশের। ৫০০০ হাজারের বেশি পুলিশ মোতয়েন করা হচ্ছে। মূল মঞ্চের সামনে ১০ টি জোনে ভাগ করা হয়েছে । প্রত্যেকটি জোনের দায়িত্বে থাকবে একজন করে ডিসি পদমর্যাদার অফিসার। এছাড়াও সুপার ভাইসিং করবেন একজন অ্যাডিশনাল সিপি রেঙ্কের অফিসার। এবং মূল মঞ্চ ঘিরে থাকবে সাদা পোশাকের পুলিশ। RAF, উইনার্স টিম থাকবে ও মূল মঞ্চের আশেপাশে ৪০ থেকে ৫০ জন কম্যান্ডো। ধর্মতলা চত্বরের সমস্ত উচুঁ বিল্ডিং গুলোর ওপর থেকে চলবে নজরদারি।
আরও পড়ুন : ২১ জুলাই পুলিশি নিরাপত্তা কীরকম থাকছে? দেখুন
প্রতিবছর ২১ শে জুলাই য়ে ভিড় জমে শহরে। তৃণমূল নেত্রী তাঁর কর্মীদের চাঙ্গা করতে একের পর এক বার্তা দেন এই মেগা সমাবেশ থেকে। আর এবার ২৬- র নির্বাচনের ভোটের মুখে শেষ সমাবেশ। কর্মী সমর্থকদের কী বার্তা দেন তৃণমীল নেত্রী , সেই অপেক্ষাতেই প্রহর গুনছেন তারা।
দেখুন ভিডিও