ওয়েব ডেস্ক : সোমবার ২১শে জুলাই (21 July)। আজকের এই সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) কী বার্তা দেন সেই দিকেই নজর রয়েছে সকলের। ২০২৬ সালে রাজ্যে হতে চলেছে বিধানসভা ভোট। তার আগে ২০২৫-এর সভা থেকে ২০২৬-এর নির্বাচনের জন্য কী বার্তা দেন তৃণমূল নেতৃত্ব, তার দিকেই নজর রয়েছে রাজনৈতিক মহলের। এই সভায় যোগ দিতে দলে দলে ইতিমধ্যে বিভিন্ন জেলা থেকে বহু মানুষ আসতে শুরু করেছেন।
হাওড়া (Howrah) ও শিয়ালদহ (Sealdha) স্টেশনে সকাল থেকেই তৃণমূল (TMC) কর্মীদের ভিড় লক্ষ্য করা গিয়েছে। বিভিন্ন জেলা থেকেও ট্রেনে কলকাতায় আসতে শুরু করেছেন সাধারণ মানুষ। ইতিমধ্যে সভায় যোগ দেওয়ার জন্য বহু মানুষ বিভিন্ন প্রান্ত থেকেও আসতে শুরু করেছেন। ইতিমধ্যে হাজার হাজার বাস শহরে প্রবেশ করেছে। এমনকি অনেকে রবিবার রাতেও ধর্মতলায় পৌঁছে গিয়েছেন। ফলে আজকের এই সভা নিয়ে তৃণমূল কর্মী সমর্থদের মধ্যে উত্তেজনা লক্ষ্য করা গিয়েছে।
আরও খবর : আবেগের নাম একুশে জুলাই, ১৩ শহিদের নাম উল্লেখ করে শহিদ তর্পণ মমতার
তবে শহরে মিছিলের ক্ষেত্রে বেশ কিছু বিধিনিষেধ জারি করেছে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত কোথাও যেন যানযটের পরিস্থিতি না তৈরি হয় সেদিকে নজর রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। সেই মতো পুলিশ নজরদারি চালাচ্ছে। যাতে নিত্যযাত্রীদের কোনও সমস্যার মধ্যে পড়তে না হয়। অন্যদিকে সাধারণ নিত্য অফিস যাত্রীদের জন্য যাতে বাসের ব্যবস্থা থাকে তার জন্যও ব্যবস্থা নেওয়া হয়েছে সরকারের তরফে।
অন্যদিকে হাওড়া (Howrah) থেকে মিছিলকে এক সঙ্গে না নিয়ে গিয়ে আলাদা আলাদা করে নিয়ে য়াওয়া হচ্ছে। যাতে কোনও ভাবে হাইকোর্টের নির্দেশকে অমান্য না করা হয়। অন্যদিকে যাতে তৃণমূল কর্মী থেকে সাধারণ মানুষ, এই সভায় যোগ দিতে পারেন তার জন্য হাওড়াতে নাম্বারিং করে ফেরিগাটের ব্যবস্থা করা হয়েছে । সেখান থেকে সমর্থকরা যাবেন বাবুঘাট। তার পরেই সেখান থেকে যোগ দেবেন ধর্মতলার সভায়।
উল্লেখ্য, ১৯৯৩ সালে এই দিনে সিপিআইএমের পুলিশের গুলিতে মৃত্যু হয়েছিল ১৩ জনের। সেই স্মৃতিতে তৃণমূলের (TMC) তরফে এই দিনটিকে শহিদ দিবস হিসাবে পালন করা হয়ে থাকে। ৩২ বছর আগের এই ঘটনা এখনও ভুলতে পারেননি সাধারণ মানুষ। প্রতিবারের মতো এবারেও ধর্মতলায় শহিদদের স্মৃতিতে সভা করতে চলেছে রাজ্যের শাসকদল। ইতিমধ্যে সেই সভায় যোগ দিতে কলকাতার পাশাপাশি রাজ্যের অন্যান্য জেলা থেকে আসছেন সাধারণ মানুষ। রাস্তায় চোখে পড়েছে মানুষের ভিড়।
দেখুন অন্য খবর :