কলকাতা: একুশের মঞ্চে মমতা। ধর্মতলায় তৃণমূলের মেগা সমাবেশ। ২৬ শের নির্বাচনের আগে কী বার্তা দেবেন মমতা , সেদিকেই নজর সকলের। এসেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এসেছেন পহেলগামে নিহতদের পরিবার। ১ লক্ষ টাকা করে তাদের সাহায্যের ঘোষণা করেছেন মমতা।
যতদূর চোখ যাচ্ছে, শুধুই জনরণ্য। মেগা সমাবেশে একের পর এক বক্তব্য রাখছেন নেতা মন্ত্রীরা। বক্তব্য রাখছেন, তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, গত বছরের একুশে জুলাইকে ছাপিয়ে গিয়েছে এবছর। দলের লাখো লাখো কর্মী সমর্থকেরা ভিড় জমিয়েছেন ধর্মতলায়। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনতে রাত থেকে একটু একটু করে জমায়েত করতে শুরু করেছেন দলের কর্মী, সমর্থকরা। আমজনতার ভিড়ও কম নয়। ছাব্বিশের বিধানসভা ভোটের আগে বিজেপি বিরোধী লড়াইয়ের কোন সুর বেঁধে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়, তা শুনতে আগ্রহী সকলে। এমন হাইভোল্টেজ সভার জন্য ধর্মতলা চত্বর-সহ গোটা কলকাতাই নিরাপত্তা বলয়ে মোড়া। রাস্তায় রাস্তায় পুলিশি টহল। যানবাহনও নিয়ন্ত্রণ করা হচ্ছে সকাল থেকে।
আরও পড়ুন: আবেগের নাম একুশে জুলাই, ১৩ শহিদের নাম উল্লেখ করে শহিদ তর্পণ মমতার
কী বার্তা দেবেন তৃণমূল সুপ্রিমো! সেদিকে তাঁকিয়ে রয়েছে গোটা বাংলা।
দেখুন খবর