ওয়েব ডেস্ক: সদ্য মাতৃত্বের স্বাদ পেয়েছেন অভিনেত্রী কিয়ারা আডবানি (Kiara Advani)। লক্ষ্মী এসেছে তারকা দম্পতির ঘরে। মেয়ের মা-বাবা হয়েছেন কিয়ারা-সিদ্ধার্থ (Kiara-Sidharth)। একরত্তির আগমনে ঝলমল করছে আডবানি পরিবার। মেয়ে ও স্বামী সিদ্ধার্থের সঙ্গে চুটিয়ে এই মুহূর্তগুলো উপভোগ করছেন নতুন মা কিয়ারা। মেয়ে ও স্বামীর সঙ্গে নিজের জন্মদিন উদযাপনও সবচেয়ে সেরা হয়ে উঠেছিল এ বছর। এবার একরত্তি ও তাঁর নিজের এক আদুরে মুহূর্তের কথাই সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিলেন বলি অভিনেত্রী।
গতকাল শনিবার মধ্যরাতে ইনস্টাগ্রামে একটি স্টোরি (Instagram Story) পোস্ট করেন অভিনেত্রা। পোস্টে লেখা, ‘আমি তোমার ডায়াপার বদলাচ্ছি আর তুমি আমার দুনিয়াটাই বদলে দিয়েছ।’ এই পোস্ট দেখে বোঝাই যাচ্ছে মেয়ের খেয়াল রাখতে বেশ ব্যস্ত অভিনেত্রী। মধ্যরাতেও মেয়ের খেয়ালে জেগে অভিনেত্রী। নতুন মুহূর্তগুলো হাসিমুখে উপভোগও করছেন তিনি। একরত্তির আগমনে তাঁর জীবনে যে পরিবর্তনও এসছে তা বলার অপেক্ষা রাখে না।
আরও পড়ুন: ‘বিগ বস’-এ পহেলগাম হামলায় নিহত নৌ অফিসারের স্ত্রী হিমাংশী
১৫ জুলাই অভিনেত্রীর কোলে একরত্তি আসার পর ১ আগস্ট ছিল কিয়ারার জন্মদিন। ৩৩ পেরিয়ে ৩৪ বছরে পা রাখেন অভিনেত্রী। সেইসময়ও আবেগঘন পোস্ট শেয়ার করেছিলেন অভিনেত্রী। নতুন মা হওয়ার খুশিতে জন্মদিনের কেকেও ছিল মাতৃত্বের ছোঁয়া। ইনস্টাগ্রামের পাতায় কেকের ছবি শেয়ার করে অভিনেত্রী লিখেছিলেন, ‘আমার সবচেয়ে সেরা জন্মদিন। আমার সন্তান, আমার স্বামী এবং আমার বাবা-মা এর ভালোবাসায় ভরা এই জন্মদিন। আপনাদের সকলের শুভেচ্ছার জন্য ধন্যবাদ।’
নিজেদের আদুরে মুহূর্তের কথা সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিলেও প্রথম থেকেই মেয়েকে আড়ালে রাখতেই পছন্দ করেন সেলেব দম্পতি। একরত্তি আসার আনন্দে ফটোগ্রাফারদের মিষ্টিমুখও করিয়েছিলেন কিয়ারা-সিদ্ধার্থ। যদিও সেই মিষ্টির বাক্সে ছোট্ট নোটে লেখা ছিল, ‘আমাদের মেয়ে হয়েছে। সামান্য মিষ্টিমুখ করে আপনারাও আনন্দ উদযাপন করুন। মেয়েকে আশীর্বাদ করুন। তবে দয়া করে কোনও ছবি তুলবেন না।’
দেখুন অন্য খবর